ফের তেলেঙ্গানা সরকারের মুসলিম তোষণ দেখা গেলো। এবার রমজান উপলক্ষে রাজ্যের প্রায় সাড়ে চার লাখ মুসলিমকে দেওয়া হবে বিশেষ উপহারের প্যাকেট। শুধু তাই নয়, বহু মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হবে এক লাখ টাকা। আর এমন ঘোষণার পর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহম্মদ মসিউল্লাহ খান।
খবর অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিশেষ উপহারের প্যাকেট মুসলিমদের মধ্যে বিতরণ করা শুরু হয়েছে। উপহারের প্যাকেটের নাম দেওয়া হয়েছে ‘Ramzan Gift’। ঘোষণা অনুযায়ী, দরিদ্র মুসলিমদের হাতে সেই সব উপহারের প্যাকেট তুলে দেওয়া হবে। আর সেই উপহার দরিদ্র মুসলিমদের হাতে পৌঁছে দিতে বিভিন্ন মসজিদ কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করে চলেছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর।
এখানেই শেষ নয়। দরিদ্র মুসলিমরা যাতে ভালো ইফতার এবং সেহরি করতে পারেন, তার জন্য বিশেষ খরচ দিচ্ছে তেলেঙ্গানা সরকার। ঘোষণা অনুযায়ী, রাজ্যের ৮১৫টি মসজিদকে এক লাখ করে টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। ওই টাকা মসজিদ কমিটিগুলো দরিদ্র মুসলিমদের জন্য ইফতার ও সেহরি খাওয়াতে খরচ করবে। সব মিলিয়ে এবছরে খরচ ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে অনুমান ওয়াকিবহাল মহলের।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মসজিদকে ৫০০টি করে উপহারের প্যাকেট দেওয়া হবে। সেই মসজিদ কমিটি এলাকার দরিদ্র মুসলিমদের খুঁজে বের করে তাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেবে।
প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে খ্রিস্টমাস উপলক্ষে খ্রিস্টানদের জন্যও এমন উপহার দিয়েছিল তেলেঙ্গানা সরকার। এমনকি খ্রিস্টমাস উপলক্ষে চার্চে বিশেষ খাবারের ব্যবস্থা করেছিল সরকার। খরচ করা হয়েছিল ইফতার পার্টিতেও। দা হিন্দু প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবর্ষে ইফতার পার্টি, উপহার এবং চার্চে খাবারে খরচ হয়েছিল ₹ ৪৫.৮৩ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থবর্ষে খরচ হয়েছিল ₹ ১৭.৩৯ কোটি টাকা। এছাড়াও, গত বছরে মুখ্যমন্ত্রীর বাসভবনে দেওয়া ইফতার পার্টিতে খরচ হয়েছিল ₹ ২.৫০ কোটি টাকা।