মহিলারা চালাতে পারবেন না বিউটি পার্লার, বন্ধ করার নির্দেশ দিলো তালিবান



Updated: 05 July, 2023 6:46 am IST

ক্ষমতা দখল করার পর থেকেই আফগানিস্তানের মহিলাদের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে চলেছে জিহাদী গোষ্ঠী তালিবান। এবারে সেই তালিকায় যোগ হলো বিউটি পার্লার এবং সেলুন। এক নির্দেশিকা জারি করে তালিবান জানালো যে যেসব বিউটি পার্লার এবং সেলুন মহিলারা চালান, সেগুলো বন্ধ করে দিতে হবে

উল্লেখ্য, ক্ষমতা দখল করার পরই বিউটি পার্লার এবং সেলুনকে টার্গেট করেছিল তালিবান জিহাদিরা। পার্লারের বাইরে থাকা মডেলের ছবিতে কালো রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তখন বন্ধ করার নির্দেশিকা জারি করেনি। এবার একধাপ এগিয়ে পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিলো তালিবান।

তালিবানের নৈতিক দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে কাবুল এবং অন্যান্য প্রদেশে মহিলাদের দ্বারা পরিচালিত বিউটি পার্লার এবং সেলুন বন্ধ করতে হবে। এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে তালিবানের পক্ষ থেকে। আর যারা এই নির্দেশ অমান্য করবেন, তাদের কড়া শাস্তি দেওয়ার কথা জানিয়েছে তালিবান।

নৈতিক মন্ত্রকের মুখপাত্র মহম্মদ সাদিক আকিফ জানান যে গত ২রা জুলাই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী এক মাস সময় দেওয়া হয়েছে ব্যবসা বন্ধ করার জন্য। তবে কাজ হারালে ওই মহিলারা কী করবেন, সে নিয়ে কিছুই জানায়নি তালিবান। শুধু তালিবানের তরফে জানানো হয়েছে যে মহিলাদের সম্মানের কথা ভেবে শরীয়ত এবং আফগানিস্তানের ঐতিহ্য মেনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এক মহিলা জানিয়েছেন যে তালিবান এক এক করে মহিলাদের কাছ থেকে মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। এখন মহিলাদের থেকে কাজ করার অধিকারটুকুও কেড়ে নেওয়া হলো। এই নির্দেশিকা শোনার পর থেকেই আতঙ্কে রয়েছি।