এবার আফগানিস্তানের জনতার জন্য নতুন নিয়ম চালু করলো জিহাদী গোষ্ঠী তালিবান(Jihadi group Taliban)। এক নির্দেশিকা জারি করে সঙ্গীত, ভিডিও গেম এবং বিদেশি সিনেমা নিষিদ্ধ করার কথা ঘোষণা করলো তাঁরা। প্রাথমিকভাবে সেই নিষেধাজ্ঞা পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে লাগু করা হয়েছে। পরবর্তীতে সারা আফগানিস্তানে এমন নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে জানিয়েছে তালিবান।
তালিবানের এমন সিদ্ধান্তের ফলে হেরাত শহরের প্রায় ৪০০টির বেশি ভিডিও গেম সেন্টার এবং মুভি সেন্টার বন্ধ হয়ে গিয়েছে। ফলে রাতারাতি কাজ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। চাপা ক্ষোভ থাকলেও জিহাদী তালিবানের ভয়ে মুখ খুলছেন না কেউই।
প্রদেশের নীতি মন্ত্রকের(Promotion of Virtue and Prevention of Vice) মুখপাত্র মাওলানা আজিজুররহমান মুহাজির জানান, ‘আমাদের কাছে বহু পিতা অভিযোগ করেছিলেন যে ভিডিও গেম খেলার কারণে তাদের সন্তান নষ্ট হচ্ছে। তাই ভিডিও গেম নিষিদ্ধ করা হলো।’ বিদেশি সিনেমা নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় সিনেমা এবং পশ্চিমী সিনেমার কারণে বিদেশি ভাবধারা ছড়িয়ে পড়ছিল। তা ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ক্ষমতা দখলের পরই আফগানিস্তানের আধুনিক শহর হিসেবে পরিচিত হেরাতে একাধিক বিধিনিষেধ আরোপ করে। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী সারা দেশে একের পর নিষেধাজ্ঞা জারি করা হয়। রেস্টুরেন্টে বসে খেতে পারবেন না মহিলারা, হুক্কা বার বন্ধ করা, মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করা থেকে বহু নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে। সেই তালিকায় নতুন যোগ হলো ভিডিও গেম এবং বিদেশি সিনেমা।
Image Credits: India Today