© শ্রী সুভাষ চক্রবর্ত্তী বেদ সংহিতায় যিনি রুদ্র নামে অভিহিত, পুরাণ, রামায়ণ ও মহাভারতে তিনি দেবাদিদেব শিব বলে পরিচিত। প্রায় খৃ: পূ: ৪৫০০ বছর আগে ঋক্ বেদে পাই রুদ্রাধ্যায়। চারবেদের সংহিতায়, ব্রাহ্মণসাহিত্যে ও উপনিষদগুলিতে রুদ্রের উল্লেখ পাওয়া যায়। ঋক্ বেদে রুদ্রকে কখনো মরুৎগণের পিতা, কখনো অগ্নি ও ইন্দ্র অর্থেও চিহ্নিত করা হয়েছে। কখনো তিনি অতি …
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় শোভাযাত্রায় মুসলিম দুষ্কৃতীদের পাথর ছোঁড়ার ঘটনা থামছে না। এবারে ঘটনা গুজরাটের খেড়া জেলার অন্তর্গত ঠাসরা থানা এলাকায়। হিন্দু সম্প্রদায়ের আয়োজিত ভগবান শিব শোভাযাত্রায় ব্যাপক পাথর ছোঁড়া হলো মাদ্রাসার ছাদ থেকে। ঘটনায় এখনও পর্যন্ত তিনটি FIR দায়ের করা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। #Kheda stone pelting: …
Continue reading "গুজরাট: শিব শোভাযাত্রায় মাদ্রাসা থেকে ছোঁড়া হলো পাথর, গ্রেপ্তার ১১"