গুজরাট: শিব শোভাযাত্রায় মাদ্রাসা থেকে ছোঁড়া হলো পাথর, গ্রেপ্তার ১১



Updated: 17 September, 2023 3:29 am IST

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় শোভাযাত্রায় মুসলিম দুষ্কৃতীদের পাথর ছোঁড়ার ঘটনা থামছে না। এবারে ঘটনা গুজরাটের খেড়া জেলার অন্তর্গত ঠাসরা থানা এলাকায়। হিন্দু সম্প্রদায়ের আয়োজিত ভগবান শিব শোভাযাত্রায় ব্যাপক পাথর ছোঁড়া হলো মাদ্রাসার ছাদ থেকে। ঘটনায় এখনও পর্যন্ত তিনটি FIR দায়ের করা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, গত ১৫ই সেপ্টেম্বর, ঠাসরা এলাকায় হিন্দুদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ওই শোভাযাত্রা যখন মাদ্রাসার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন মাদ্রাসার ছাদ থেকে শোভাযাত্রা লক্ষ্য করে ব্যাপক পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে শোভাযাত্রায় অংশ নেওয়া বহু হিন্দু আহত হয়। পাথর ছোঁড়ার কারণে শোভাযাত্রা আর এগোয়নি।

দায়ের তিনটি FIR, গ্রেপ্তার ১১ জন মুসলিম দুষ্কৃতী

এদিকে পাথর ছোঁড়ার ঘটনায় হিন্দুদের তরফে মোট তিনটি FIR দায়ের করা হয় ঠাসরা থানায়। তার ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো সৈয়দ নিয়াজ আলী, ইমরান খান পাঠান, সৈয়দ ইরশাদ আলী, কামার আলী, সৈয়দ শাকিল আহমেদ, আসিফ আলী, সাব্বির হোসেন আহমদিয়া, সৈয়দ মহম্মদ আমিন, মনসুর আলী, সৈয়দ মহম্মদ আকিফ ও লিয়াকত আলী।

মাদ্রাসার ছাদে পাওয়া গেলো প্রচুর পাথর

এদিকে ঘটনার তদন্তে পুলিশ ওই মাদ্রাসায় পৌঁছায়। দেখা যায় যে মাদ্রাসার ছাদে প্রচুর পাথর পড়ে রয়েছে। পূর্ব পরিকল্পনা মতোই অন্য জায়গা থেকে পাথর এনে মাদ্রাসার ছাদে জমা করা হয়েছিল, অনুমান পুলিশের। কারণ মাদ্রাসা থেকে ২০০ মিটার দূরে রয়েছে রেল লাইন। আর সেই রেল লাইন থেকে পাথর এনে জড়ো করা হয়েছিল মাদ্রাসার ছাদে এবং পরিকল্পনা অনুযায়ী, সেই পাথর ছোঁড়া হয় হিন্দুদের শোভাযাত্রায়।

আহত পুলিশও

এছাড়াও, শোভাযাত্রায় থাকা পুলিশও আক্রান্ত হয়েছে। মুসলিম দুষ্কৃতীদের ছোঁড়া পাথরের আঘাতে কয়েকজন পুলিশকর্মীর মাথাও ফেটেছে। এমনকি, শোভাযাত্রায় আক্রমণের সময় দেওয়া হয় ইসলামিক স্লোগান। তদন্তকারীরা বলছেন, পরিকল্পনা করেই হিন্দু সম্প্রদায়ের শোভাযাত্রার উপরে হামলা চালানো হয়েছে।