‘ইসলামিক আদর্শের পরিপন্থী’, বিশ্ববিদ্যালয়ে হোলি উদযাপন নিষিদ্ধ করলো পাকিস্তান



Updated: 22 June, 2023 9:13 am IST

পাকিস্তানের মাটিতে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে নির্মম অত্যাচারের কথা সর্বজনবিদিত। এবার হিন্দুদের কাছে আনন্দের উৎসব, রঙের উৎসব হোলি পালনকে নিষিদ্ধ করলো পাকিস্তান। নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হলো যে দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব উদযাপন করা যাবে না

উল্লেখ্য, গত ১২ই জুন ইসলামাবাদের ‘কয়েদ-ই-আজম’ বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব পালন কয়েকজন হিন্দু ছাত্রছাত্রী। আর সে খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ ফেটে পড়ে দেশের মুসলিমদের একাংশ। আর তারপরই, গত ২০শে জুন, মঙ্গলবার পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন(The Higher Education Commission) নির্দেশিকা জারি করে জানায় যে কোনও বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব উদযাপন করা যাবে না।

নির্দেশিকায় জানানো হয়েছে যে এমনভাবে হোলি উদযাপন দেশের সামাজিক ও সাংস্কৃতিক ধারার সঙ্গে মিল খায় না। এমন উদযাপন দেশের ইসলামিক আদর্শ এবং পরিচিতির পরিপন্থী। ইসলামিক মূল্যবোধের অবক্ষয় ঘটতে পারে এর কারণে। এমন উদযাপন সারা বিশ্বের কাছে পাকিস্তানের খারাপ ছবি তুলে ধরেছে।

প্রসঙ্গত, হোলি মার্চ মাসে থাকলেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুন মাসে উদযাপন করেন। এক প্রকার বাধ্য হয়েই জুন মাসে হোলি উদযাপন করেন। কারণ এর আগে মার্চ মাসে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে হোলি পালনরত হিন্দু ছাত্রদের উপরে হামলা চালিয়েছিল ইসলামিক মৌলবাদীরা। সেই ঘটনার পর পাকিস্তানের বহু বিশ্ববিদ্যালয়ে হোলি পালন করেননি হিন্দু ছাত্রছাত্রীরা। আর তাই জুন মাসে হোলি পালনের সিদ্ধান্ত।

তবে পাকিস্তানের হিন্দু সংখ্যালঘুদের বিষয়ে খোঁজখবর রাখা ব্যক্তিরা বলছেন যে হোলি নিষিদ্ধ করার কারণ সম্পূর্ণ অন্য। হোলি এমন একটা উৎসব, যাতে বহু মুসলিম ছাত্রছাত্রী যোগ দেন এবং রং খেলার আনন্দে মেতে ওঠেন। আর তাই হোলি উৎসব ইসলামিক মৌলবাদীদের চক্ষুশূল। আর সেই কারণে হোলি উৎসব নিষিদ্ধ করা হলো।