বেলডাঙার ঘটনা নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পশ্চিমবঙ্গ পুলিশের



Updated: 17 November, 2024 3:04 pm IST

Hindu Voice Desk: মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘর্ষ নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হল পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ভুল তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পুলিশের তরফে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘X’ -এ পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়েছে যে যেখানে ঘটনা ঘটেছে, সেই পূজা কমিটির সভাপতি ও সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ভাঙচুর ও হিংসা ছড়ানোর ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ৬ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল রাতে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। সূত্রের খবর, ধর্ম অবমাননার অভিযোগ তুলে দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। বিশাল পুলিশবাহিনী দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

(ছবি: ভাইরাল ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট)