অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের স্রোত অব্যাহত। আর বিপদ সংকেত এই যে অনুপ্রবেশের পর খুব সহজেই আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে এরা। এবার এমনই এক চক্রের খোঁজ পেলো মহারাষ্ট্র পুলিশের এটিএস(ATS)।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রে ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ATS। সেই তদন্তে কয়েকজন বাংলাদেশির খোঁজ পাওয়া যায়। ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতরা হলো রিয়াজ হোসেন শেখ, সুলতান সিদ্দিকী শেখ, ইব্রাহিম সফিউল্লাহ শেখ ও ফারুক উসমান গনি শেখ। ধৃতরা সকলেই বাংলাদেশের নোয়াখালী জেলার কবীর হাট এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে আসল আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া গিয়েছে। এদের মধ্যে একজনের কাছে ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
গোয়েন্দারা জানিয়েছেন যে ধৃতদের মধ্যে রিয়াজ ইতিমধ্যেই ভারতীয় পাসপোর্ট বানিয়ে ফেলেছিল। এমনকি সেই পাসপোর্ট ব্যবহার করে সে সৌদি আরব থেকে ঘুরেও এসেছে। কোনও অসাধু চক্রের সক্রিয় সহযোগিতা ছাড়া ভারতীয় নথিপত্র বানানো ওই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পক্ষে অসম্ভব বলেই মনে করছেন গোয়েন্দারা।
ইতিমধ্যেই জেরায় প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন রিয়াজ ও সুলতান। বাকি দুজনের ভোটার কার্ড থাকলেও ভোট দিতে যায়নি তাঁরা।
ধৃতরা আরও জানায় যে ভারতে অনুপ্রবেশের পর সোজা গুজরাটের সুরাতে গিয়েছিল তাঁরা। সেখানে বছরখানেক কাটায়। তারপর সেখান থেকে মুম্বইতে আসে তাঁরা।
প্রসঙ্গত, গত ৭ই জুন মুম্বাইয়ের মীরা রোড এলাকায় এক অভিযানে কয়েকজন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই বাকিদের খোঁজ পান গোয়েন্দারা।
Appeal: If you love our work, you can help us by contributing a small amount monthly.
UPI: hinduvoice@upi