মনিপুর: পশ্চিমবঙ্গের যুবককে অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি কুকি জঙ্গিদের 



Updated: 07 October, 2024 2:22 pm IST
Image: Kuki terrorists are flaunting their weapons(Representative)
Image: Kuki terrorists are flaunting their weapons(Representative)

Hindu Voice Desk: মনিপুরের বিস্তীর্ণ এলাকায় কুকি জঙ্গিদের যেন অরাজকতা চলছে। এবার শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের এক যুবককে অপহরণ করল সন্দেহভাজন কুকি জঙ্গিরা। শুধু তাই নয় ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে কুকি জঙ্গিদের তরফে। দাবি মত মুক্তিপণ না দিলে ফল ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে জঙ্গিদের তরফে। 

জানা গিয়েছে, অপহৃত ওই যুবকের নাম বিষ্ণু বর্মণ। বিষ্ণু বর্মণ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা ব্লকের অন্তর্গত কালামাটি এলাকার বাসিন্দা। বিষ্ণু বর্মণ শ্রমিক হিসাবে মনিপুরে কর্মরত ছিল। সে জিরিবাম জেলার মাখিয়াবস্তিতে অবস্থিত একটি নির্মাণ সংস্থায় কর্মরত ছিল।

 

অভিযোগ গত ৫ই অক্টোবর তারিখে ৫ জন সশস্ত্র কুকি জঙ্গি তাদেরই একটি নির্মাণাধীন স্থানে হামলা চালায়। সেখানে একটি গাড়িতে করে বিষ্ণু বর্মন ও ওপর কর্মী নরহরি বর্মনকে নিয়ে যায় কুকি জঙ্গিরা। প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর বিষ্ণু বর্মণকে গাড়ি থেকে নামিয়ে নেয় জঙ্গিরা। অপর শ্রমিক নরহরি বর্মণকে ছেড়ে দেয়। 

পরবর্তীতে নরহরি বর্মণ জিরিবাম থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিষ্ণু বর্মনের খোঁজ শুরু করেছে মনিপুর পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত বিষ্ণু বর্মণকে উদ্ধার করা সম্ভব হয়নি।