Hindu Voice Desk: উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিনে মালদার চামাগ্রাম হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মারধর করার ঘটনায় অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পর্ষদ সভাপতি। জানিয়ে দিলেন, অভিযুক্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। হুঁশিয়ারি দেওয়া হলেও ওই ছাত্ররা বর্তমানে উচ্চমাধ্যমিকের বাকি বিষয়গুলির পরীক্ষা দিচ্ছে।
জানা গিয়েছে, বৈষ্ণবনগর-এর চামাগ্রাম হাই স্কুলে উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিতে এসেছিল কারমিটোলা হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা। পর্ষদের নির্দেশিকা মেনে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আগত পরীক্ষার্থীদের চেকিং করেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিচ্ছিলেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে কার্মিটোলা হাই মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তারা স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষক ও শিক্ষিকাদের উপরে হামলা চালায়। শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করে ওই ছাত্রছাত্রীরা। পরে কর্তব্যরত পুলিশকর্মীরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সেই ঘটনায় সারা রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন নেটিজেনরা।
ইতিমধ্যেই মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই ভিডিও দেখেই সাত জন ছাত্রকে চিহ্নিত করা হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে । সাত অভিযুক্ত পরীক্ষার্থীই কারমিটোলা হাই মাদ্রাসার ছাত্র।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পর্ষদের সভাপতি জানান জানান যে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ওই ছাত্রদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হতে পারে। তবে বর্তমানে ওই ছাত্র-ছাত্রীরা বাকি বিষয়গুলির পরীক্ষাতে বসছেন। ভবিষ্যতে তাদের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে এখনই সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।