রেল জিহাদ: ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ট্রেন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার রেল কর্মচারী সাবির আলী



Updated: 24 September, 2024 4:38 am IST

Hindu Voice Desk: ভারতের মাটিতে রেল জিহাদ অব্যাহত। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছেন এক শ্রেণীর লোক। রেললাইনে কখনো পাথর দেওয়া, কখনো কংক্রিটের স্ল্যাব কিংবা কখনো গ্যাস সিলিন্ডার রেখে রেল দুর্ঘটনা ঘটনার চেষ্টা চলছে। এবার একটি পুরো ট্রেন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। ঘটনা মধ্য প্রদেশের বুরহানপুরের। 

বুরহানপুরের রেল লাইনে দশটি ডিটানেটর রেখে একটি ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল। ট্রেনে বিস্ফোরণ ঘটানোর জন্য ট্রেন লাইনে দশটি ডিটানেটর রাখা হয়েছিল। কিন্তু বিস্ফোরণ ঘটলেও তেমন কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রেলের কর্মচারী সাবির আলীকে

গত ১৮ ই সেপ্টেম্বর জম্মু-কাশ্মীর থেকে সেনাবাহিনীর একটি স্পেশাল ট্রেন কর্নাটকের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই ট্রেনে প্রায় পাঁচশোর বেশি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন। ওই ট্রেনটিকেই বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। আর সেই চক্রান্ত করেছিলেন রেলের কর্মচারী সাবির আলী। রেল লাইনে বিস্ফোরক রেখেছিলেন সাবির। বুরানপুরের নেপানগর বিধানসভা ক্ষেত্রের সাফগাতা এলাকায় রেল লাইনে বিস্ফোরক রেখে দেয় রেল কর্মচারী সাবির। জম্মু-কাশ্মীর থেকে আসা ট্রেনটি ওই লাইন দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনে ট্রেনের অল্প ক্ষতি হলেও ট্রেনের ভেতরে থাকা ভারতীয় সেনার জওয়ানদের তেমন ক্ষতি হয়নি। 

এদিকে ঘটনার পরেই নড়ে চড়ে বসে ভারতীয় রেল। এটিএস(ATS), এনআইএ(NIA) ও ভারতীয় রেল ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে রেল কর্মচারী সাবির আলীকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুরো ঘটনা জানা যায়। তদন্তে উঠে আসে যে সাবির আলী ভারতীয় সেনা জওয়ান ভর্তি ট্রেনটিকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে ট্রেন লাইনে দশটি ডিটানেটর রেখেছিল। কিন্তু সৌভাগ্যবশত সেনা জওয়ানদের তেমন কোনও ক্ষতি হয়নি। 

তদন্তকারী অফিসাররা আরো বলছেন, রেলের কর্মচারী হওয়ার কারণে সাবির আলী জানতো যে ওইদিন ওই ট্রেন লাইন দিয়ে জম্মু-কাশ্মীর থেকে আসা ভারতীয় সেনা জওয়ানদের নিয়ে স্পেশাল ট্রেন কর্নাটকের উদ্দেশ্যে রওনা দেবে। সেই কারণে পরিকল্পনা অনুযায়ী সাবীর আলী বিস্ফোরক সংগ্রহ করে ট্রেন লাইনে রেখে দেয়। তাঁর পরিকল্পনা ছিল পুরো ট্রেন টিকেই উড়িয়ে দিয়ে ভারতীয় সেনা জওয়ানদেরকে হত্যা করা। বর্তমানে ভারতীয় রেল, স্থানীয় পুলিশ, এটিএস ও এনআইএ যৌথভাবে তদন্ত করে জানার চেষ্টা করছে যে এই চক্রান্তে সাবির আলী একাই জড়িত নাকি তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত।