লেবানন: হিজবুল্লাহ জিহাদীদের পকেটে থাকা ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণ, উড়ে গেলো গোপনাঙ্গ; আহত তিন হাজার



Updated: 18 September, 2024 5:55 am IST

ভয়াবহ সাইবার অ্যাটাকের শিকার হল লেবাননের জিহাদি গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হিজবুল্লাহ-এর সদস্যদের পকেটে থাকা ইলেকট্রনিক ডিভাইসে হঠাৎই বিস্ফোরণ ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় তিন হাজারেরও বেশি জিহাদি গোষ্ঠীর সদস্যরা গুরুতর আহত হয়েছেন। এর পাশাপাশি প্রায় আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। 

উল্লেখ্য, লেবাননের মাটিতে সক্রিয় থাকা জিহাদি গোষ্ঠী হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই ইহুদি রাষ্ট্র ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রায়শই লেবাননের মাটি থেকে ইজরাইলকে লক্ষ্য করে রকেট ও মিসাইল ছুঁড়ে থাকে হিজবুল্লাহ। ইজরায়েল বরাবরই হিজবুল্লাহকে ধ্বংস করার কথা বলে আসছে। কিন্তু লেবাননের মাটি থেকে কার্যকলাপ চালানোর কারণে জিহাদি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে তেমন কিছু করতে পারছিল না ইজরায়েল। 

খবর অনুযায়ী গতকাল লেবাননের বিভিন্ন প্রান্তে থাকা হিজবুল্লাহ গোষ্ঠীর জিহাদীদের পকেটে থাকা ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের ফলে বহু জিহাদি আহত হয়। পকেটে বিস্ফোরণ হওয়ার কারণে বহু জিহাদীর গোপনাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায়। অনেকের উরুর অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

ইতিমধ্যে সেই বিস্ফোরণের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওগুলিতে দেখা গিয়েছে যে বাজারে থাকা কিংবা শপিংমলে থাকা হিজবুল্লাহ সদস্যদের পকেটে থাকা ইলেকট্রনিক ডিভাইস হঠাৎই বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণের ফলে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। এমন অনেক ভিডিওতে দেখা গিয়েছে যে ঘটনার পর যন্ত্রণায় কাতরাতে থাকা হিজবুল্লাহ গোষ্ঠীর জিহাদীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন ইজরায়েলের গোয়েন্দাদের সক্রিয়তার কারণে হিজবুল্লাহ গোষ্ঠীর জিহাদীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য মোবাইল ব্যবহার করেন না। বরং তাঁরা ইলেকট্রনিক ডিভাইস ‘পেজার’ ব্যবহার করে থাকেন। পেজারের মাধ্যমে বার্তার আদান-প্রদান হয়ে থাকে। তাঁরা বলছেন যে ইজরায়েলের গোয়েন্দারা সাইবার অ্যাটাকের মাধ্যমে সেই পেজার ডিভাইস গুলোকেই হ্যাক করেছেন। তারপর সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

অনেকে বলছেন, ওই ডিভাইস গুলোতে বিশেষ কিছু ভাইরাস দেওয়া হয়েছিল; যার ফলে ওই ডিভাইসগুলিতে থাকা ব্যাটারিগুলি অত্যধিক গরম হওয়ার কারণে বিস্ফোরণ হয়েছে। কিন্তু কিন্তু শুধুমাত্র জিহাদীদের পেজার ডিভাইসে বিস্ফোরণ হওয়ার ঘটনায় সারা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন এমন ঘটনা বিশ্বের ইতিহাসে প্রথম।