কর্নাটকে ক্ষমতায় এসেই ধর্মান্তরন প্রতিরোধী আইন বাতিল করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। আর সেই ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছেন কর্ণাটকের হিন্দু জনতার একটি বড় অংশ। অনেকেই মনে করছেন যে আইন বাতিল করে কংগ্রেস সরকার আসলে খ্রিস্টান মিশনারি এবং লাভ জিহাদিদের সুবিধা করে দিলো।
উল্লেখ্য, গত ১৫ই জুন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘোষণা করেন যে বিজেপি সরকারের আমলে পাস হওয়া “The Karnataka Protection of Right to Freedom of Religion Act, 2022” আইন বাতিল করার কথা ঘোষণা করেন। সেই সঙ্গে জানিয়ে দেন যে নতুন আইন আনা হতে পারে, যাতে দেশের সংবিধান অনুযায়ী ধর্ম বেছে নেওয়ার অধিকার থাকবে।
একই সুর শোনা যায় কর্ণাটকের আইনমন্ত্রী এইচ কে পাতিলের গলায়। তিনি বলেন যে আগামী বিধানসভার অধিবেশনে আইনটি বাতিল করা হবে। আর তারপরেই রাজ্যে ধর্মান্তরণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
পূর্বের বিজেপি সরকারের পাস করা আইনে যে কোনও ধর্মান্তরণ হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতো। কিন্তু সেই আইন বাতিল হলে ইসলাম কিংবা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে কোনও বাধা থাকবে না। ফলে রাজ্যে সক্রিয় খ্রিস্টান মিশনারি এবং ইসলামিক মৌলবাদীরা বাড়তি সুযোগ পাবে। এর ফলে প্রেমের ফাঁদে ফেলে কিংবা অন্যান্য প্রলোভন দিয়ে হিন্দুদের খ্রিস্টান কিংবা ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না।
বিজেপি নেতা তথা কর্ণাটক থেকে সাংসদ তেজস্বী সূর্য কংগ্রেস সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন যে কংগ্রেস সরকারের PFI -এর এজেন্ডাকে বাস্তবায়ন করছে। এমনকি সুপ্রিম কোর্টের রায়ের অমান্য করছে, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রতারণা কিংবা প্রলোভনের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা বেআইনি।
প্রসঙ্গত, শুধু ধর্মান্তরণ প্রতিরোধী আইন নয়, কংগ্রেস সরকার সিলেবাসে পরিবর্তন আনার কথাও ঘোষণা করেছে। সিলেবাস থেকে সাভারকর সম্বন্ধে থাকা চ্যাপ্টার বাদ দেওয়ার কথাও ঘোষণা করেছে কংগ্রেস সরকার।
(CLICK HERE to read the original Story)