জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলার দায় নিলো জিহাদী গোষ্ঠী PAFF( The People’s Anti-Fascist Front)। জিহাদী গোষ্ঠীটি জয়েশ-ই-মহম্মদের শাখা হিসেবে পরিচিত।
উল্লেখ্য, পুঞ্চ সেক্টরের রাজৌরির জঙ্গল ঘেষা এলাকা ডেরা কি গলিতে জিহাদী হামলায় ভারতীয় সেনার ৪ জওয়ানের মৃত্যু হয়। জিহাদীরা সেনাবাহিনীর দুটি গাড়িকে ঘিরে এলোপাথাড়ি গুলি চালায়। মর্টার ও অন্যান্য ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলায় ৪ সেনা জওয়ান বীরগতিপ্রাপ্ত হন।
এই হামলার পরেই সেনা তরফে ডেরা কি গলির জঙ্গলে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। জিহাদীদের খোঁজে অংশ নিয়েছে বায়ুসেনার একাধিক হেলিকপ্টার।
এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি জারি করেছে PAFF।
প্রসঙ্গত, মনে করা হয় যে সংগঠনটির প্রতিষ্ঠাতা জয়েশ(JeM) নেতা মাসুদ আজহার। পাকিস্তানের মাটিতে বসেই জম্মু ও কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদী হামলা পরিচালনা করছেন ওই জঙ্গি নেতা। কেন্দ্র সরকার ২০২৩ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসেই UAPA আইনের অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।