২০২৬ সালের মধ্যে দেশ নকশালবাদ মুক্ত হবে, বললেন অমিত শাহ



Updated: 10 September, 2024 12:20 pm IST

দেশ থেকে নকশলবাদ সমস্যা মেটাতে বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন অমিত শাহ। অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। নকশাল সন্ত্রাসবাদে জর্জরিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও পার্শ্ববর্তী রাজ্যের পুলিশকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে জানান সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। গত দশ বছরের তুলনায় বর্তমানে নিরাপত্তা বাহিনীর মৃত্যুর সংখ্যা কম। নিরাপত্তা বাহিনীর দক্ষতার কারণে নকশাল সন্ত্রাসবাদীরা অনেকটাই পিছু হঠেছে। তাই সমস্যা পুরোপুরি মিটিয়ে ফেলতে আরও বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

অমিত শাহ বলেন, “গত দশ বছরে নকশাল দমনে ৬৬১৭ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। বর্তমানে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশ কমেছে। সেই সঙ্গে সাধারণ নাগরিকের মৃত্যুর হার কমেছে ৬৯ শতাংশ। আমি বিশ্বাস করি যে নকশাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং আগামী ২০২৬ সালের মধ্যে নকশালবাদ মুক্ত দেশ গড়ে উঠবে।”

এছাড়াও, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে নকশাল সন্ত্রাস দমনে ধীরে ধীরে আরও ৪,০০০ সিআরপিএফ জওয়ান বস্তারের বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।