মকর সংক্রান্তিতে ঘুড়ি উড়ানোয় শান্তি বিঘ্নিত হতে পারে, নিষেধাজ্ঞা জারি করলো হায়দরাবাদ পুলিশ



Updated: 14 January, 2023 5:37 am IST

মকর সংক্রান্তির দিনে ধর্মীয় স্থান ও তার আশপাশে ঘুড়ি উড়ানোতে শান্তি বিঘ্নিত হতে পারে। তাই মকর সংক্রান্তির দিনে ধর্মীয় স্থানের আশেপাশে ঘুড়ি উড়ানো যাবে না। এই মর্মে নিষেধাজ্ঞা জানিয়ে এক নির্দেশিকা জারি করলো হায়দরাবাদ পুলিশ। এছাড়াও, মকর সংক্রান্তির উৎসব উদযাপনে পুলিশের অনুমতি ছাড়া লাউডস্পিকার এবং ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হায়দরাবাদ পুলিশের তরফে।

গত ১০ই জানুয়ারি, এক নির্দেশিকা জারি করে ঘুড়ি উড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেন হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ। তিনি আরও জানান যে এই নিষেধাজ্ঞা ১৪ই জানুয়ারি, শনিবার সকাল ৬টা থেকে ১৬ই জানুয়ারি, সোমবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই নির্দেশিকা জারির কারণ হিসেবে কমিশনার আনন্দ জানান, ‛শহরের আইন-শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তার জন্য এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

পুলিশের তরফে লোকজনের উদ্দেশ্যে এও আবেদন জানানো হয়েছে যে তাঁরা যেন তাদের সন্তানদের ঘুড়ি না উড়ানোর ব্যাপারে সতর্ক করেন।

হায়দরাবাদ পুলিশের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “In order to maintain law and order, peace and tranquillity and prevent incidents of breach of peace and accidents that are likely to occur unless kite flying is regulated during the celebration of the Sankranti festival in Hyderabad City from 14-01-2023 to 15-01-2023. I, C.V. Anand, IPS, Commissioner of Police. Hyderabad, in the exercise of the powers vested in me Under Section 22 (1), (2) and (3) of Hyderabad City Police Act, 1348 Fasli (No. IX) do hereby order that kite flying on all thoroughfares and in and around places of worship be prohibited, in the interest of maintenance of public order and public safety.”

ছবি: পুলিশের জারি করা নির্দেশিকা

পুলিশের এহেন নির্দেশিকায় বেজায় চটেছে বিজেপি। বিজেপির তেলেঙ্গানার সভাপতি বান্দি সঞ্জয় সরকারের এমন পদক্ষেপে তোষণের রাজনীতি দেখছেন। তাঁর মন্তব্য, ‛এর পরেও কি সরকার পুলিশ দিয়ে এটা ঠিক করবে যে কোন রঙের রঙ্গোলি দেওয়া উচিত।’

প্রসঙ্গত, হায়দরাবাদ পুলিশের হিন্দুদের প্রতি এমন বিমাতৃসুলভ আচরণ এই প্রথম নয়। গত বছর হায়দরাবাদ পুলিশ এক নির্দেশিকা জারি করে গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নিষেধ করেছিল। শুধু তাই নয়, ডিজে বাজানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পুলিশের যুক্তি ছিল যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত। কিন্তু পরে হায়দরাবাদ পুলিশ মহরমের মিছিল বের করার অনুমতি দেয়। যা ঘিরে হিন্দুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কিন্তু তেলেঙ্গানার সরকার সে বিষয়ে নজর দেয়নি।