কানু দত্ত, নিউইয়র্ক
মতুয়া ধর্মগুরুদের নাম বিকৃতি! নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি মতুয়া সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের ধর্মগুরু নিয়ে মন্তব্যের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশি মতুয়ারা। স্থানিয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের জ্যামাইকার সাউথ রিচমন্ড হিলে, শ্রী শ্রী হরি মন্দিরে সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় নানা বয়সী ও শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ । হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনের আয়োজনে ও কমিউনিটি এক্টিভিষ্ট নীহার সরকারের পরিচালনায়, সমাবেশে বক্তব্য দেন অনুকুল অধিকারী, রামদাস ঘরামী, ডা:প্রভাত দাস প্রমুখ । তাদের দাবী, মমতা বন্দ্যোপাধ্যায়কে মতুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে তারা আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তুুতির কথা জানান । এবং প্রয়োজনে প্রবাস থেকে বৃহত্তর আন্দোলনের পথেও যাবেন বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, মতুয়া মতবাদের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওড়াকান্দি। ওই গ্রমের মন্দিরটি পরিচিত মতুয়া সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ মর্যাদার তীর্থস্থান হিসেবে। ভারত-বাংলাদেশ মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা পাঁচ কোটির বেশি।