কয়েকদিন আগে হিন্দু যুবক মনোহর লালকে কুপিয়ে, দেহের আট টুকরো করে খুন করেছিলো তাঁর মুসলিম প্রেমিক রুকসানার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ রুকসানার দাদা সাব্বির এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। সেই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা তো ছিলই। এবার স্থানীয় হিন্দুদের ক্ষোভ আছড়ে পড়লো।
গতকাল চাম্বার গ্রামে মনোহর লালের খুনি সাব্বিরের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ হিন্দু জনতা। বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকলেও উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাঁরা। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে যে একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে। আশেপাশে উত্তেজিত জনতার ভিড়। পুলিশকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, হিমাচল প্রদেশের চাম্বার সালুনি থানার অন্তর্গত বান্দাল গ্রামের বাসিন্দা মনোহর লালের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। দেখা যায়, মনোহর লালকে আট টুকরো করে বস্তায় ভরা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ মনোহরের মুসলিম প্রেমিক রুকসানার পরিবারের ৮ সদস্যকে গ্রেপ্তার করে।