রাজ্যের ইমামদের বড়ো সুখবর দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। ইমামদের বেতন এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এখানেই শেষ নয়। প্রতি বছর ইমাম ও মাওলানাদের বেতন প্রতি বছর ৫ শতাংশ হারে বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি।
আর মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় রাজ্যের মুসলিম সমাজের মধ্যে বইছে খুশির হাওয়া। ইতিমধ্যেই হরিয়ানা ওয়াকফ বোর্ড এক অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে সম্মানিত করে। গতকাল বৃহস্পতিবার গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে সম্মান জানানো হয়।
এদিকে বেতন বাড়ানোয় হরিয়ানার ইমাম সংগঠনের তরফেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। ইমামদের সংগঠন ‘তানজিম আইমা-ই-আউকাফ’ এক বিবৃতিতে জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা অপ্রত্যাশিত এবং এমন ঘোষণায় রাজ্যের ইমামরা খুবই উপকৃত হবেন।
কিন্তু হঠাৎ ইমামদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন কেনো মনোহর লাল খাট্টার? তার উত্তরে খাট্টার জানান কে রাজ্যের বহু এলাকায় ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে গুরুত্বূর্ণ ভূমিকা পালন করেন ইমাম ও মাওলানারা। শুধু তাই নয়, মুসলিম অধ্যুষিত মেওয়াটের মত এলাকায় শিক্ষা, সামাজিক সচেতনতা এবং স্বাস্থ্য সচেতনতা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমামরা। তাই ইমামদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই জানান তিনি।
প্রসঙ্গত, এক ধাক্কায় ৫০ শতাংশ বেতন বাড়ানোর ফলে ইমামরা প্রতি মাসে ₹ ১৪,০০০ থেকে ₹ ১৬,০০০ টাকা পাবেন। তাছাড়া, প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর ফলে আগামী বছরগুলোতে বেতন আরও বাড়বে। আর সে কারণেই খুশি হরিয়ানা ওয়াকফ বোর্ড। হরিয়ানা ওয়াকফ বোর্ডের প্রশাসক জাকির হোসেন বলেন, ‘এভাবে ইমামদের বেতন বৃদ্ধির ঘটনা ভারতের ইতিহাসে প্রথম। এতে রাজ্যের মুসলিম সমাজ খুশি।’