অমুসলিম যাত্রীদের হালাল খাবার পরিবেশন করা হবে না, বড় সিদ্ধান্ত নিলো এয়ার ইন্ডিয়া



Updated: 13 November, 2024 3:53 am IST

Hindu Voice Desk: বিমান যাত্রার সময় অমুসলিম যাত্রীদের আর হালাল খাবার পরিবেশন করা হবে না, যাত্রীদের ধর্মীয় পরিচয়ের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিলো এয়ার ইন্ডিয়া। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মালম্বী যাত্রীদের পছন্দের কথা মাথায় রেখে আলাদা আলাদা খাবার পরিবেশন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আর সংস্থাটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।

এর আগে আমিষভজীদের যে খাবার পরিবেশন করা হতো, তা ‘হালাল’ সার্টিফায়েড ছিল। এ নিয়ে অনেকেই আপত্তি জানিয়ে আসছিলেন। শুধু তাই নয়, নিরামীষভোজী যাত্রীদের জন্য বিবিধ খাবারের অভাবও ছিল।

খবর অনুযায়ী, এবার থেকে বিমানের যাত্রীদের জন্য একাধিক পছন্দ থাকছে। নিরামিষ খাবার, হালাল খাবার, কোষার খাবার, জৈন খাবার ইত্যাদি থাকছে পছন্দের তালিকায়। যারা হালাল খাবার খেতে চাইবেন, শুধুমাত্র তাদের হালাল খাবার পরিবেশন করা হবে। বিভিন্ন ধর্মের যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী খাবার খেতে পারবেন এবার থেকে। ভারতের ধর্মীয় বৈচিত্র ও খাদ্য বৈচিত্রের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

এছাড়াও, ডায়াবেটিস রোগীদের জন্য মেনুতে থাকছে আলাদা ডায়াবেটিক খাবার। যারা ভেগান খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্যও থাকছে আলাদা খাবার।

এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। ধর্মীয় পছন্দকে গুরুত্ব দেওয়ায় অনেকেই এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।