জ্ঞানবাপী(Gyanvapi) সার্ভের মাঝেই গুরুত্বপূর্ণ বয়ান দিলেন হিন্দু পক্ষের আইনজীবী শ্রী বিষ্ণু শঙ্কর জৈন। সাফ জানিয়ে দিলেন, আদালতের বাইরে আপোষ অনেক দূরের কথা, জ্ঞানবাপী মন্দিরের এক ইঞ্চিও জমি ছাড়বো না।
উল্লেখ্য, জ্ঞানবাপী ইস্যুতে হিন্দু পক্ষের হয়ে মামলা লড়ছেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। সেই মামলার ভিত্তিতে জ্ঞানবাপী পরিসরে ইতিমধ্যেই সার্ভে করা হয়েছে। তারই মধ্যে বিশ্ব বেদিক সনাতন সংঘের সভাপতি জিতেন্দ্র সিংহ বিষেন একটি চিঠি লেখেন আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটিকে এবং আদালতের বাইরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আপোষ করে নেওয়ার বিষয়ে বলেন। তারপরই এমন মন্তব্য করেন হিন্দু পক্ষের আইনজীবী শ্রী বিষ্ণু শঙ্কর জৈন।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী বলেন “এই আপোষের কথার কোনও আইনি মূল্য নেই। CPC এর ২৩ নম্বর নির্দেশ অনুযায়ী, সব পক্ষ একমত হলেও আপোষ সম্ভব নয়। কারণ এক্ষেত্রে একটি পক্ষের মামলার বিষয় নয়। কারণ হিন্দু সমাজের হয়ে লড়ছি আমি। ফলে কোনও একটি পক্ষ যদিও আপোষে রাজি হয়, তবুও আদালতের বাইরে সমস্যার সমাধান হবে না। এর সমাধান একমাত্র আদালতেই হবে। আপোষের জন্য মন্দিরের এক ইঞ্চিও জমি ছাড়বো না।”
কেনো আপোষে রাজি নন, এই প্রশ্নের উত্তরে বিষ্ণু শঙ্কর জৈন বলেন যে আপোষ করতে হলে ধর্মীয় অধিকার কিছু হলেও ছাড়তে হবে। যেখানে এক ইঞ্চিও জমি ছাড়ার প্রশ্ন নেই, সেখানে আপোষের প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন যে যেভাবে দীর্ঘ বছর ধরে একটি মন্দিরকে মসজিদ হিসেবে ব্যবহার করেছে মুসলিমরা, তার জন্য মুসলিমদের ক্ষমা চাওয়া উচিত।
প্রশ্নগত, এলাহাবাদ হাইকোর্টের আদেশের পর গত ৪ঠা আগস্ট থেকে জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করে ASI(Archeological Survey of India)। তার আগে অবশ্য মুসলিম পক্ষ আঞ্জুমান ইন্তেজামিয়া সার্ভের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিল। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।