Hindu Voice Desk: এনজিও(NGO)-গুলির বিদেশী অনুদান পাওয়ার ক্ষেত্রে যে FCRA অনুমোদন দেওয়া হয়, তা আরও কড়াকড়ি করল স্বরাষ্ট্র মন্ত্রক। এক নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে বেশ কিছু কর্মকাণ্ডে জড়িত থাকলে বাতিল করা হবে FCRA(Foreign Contribution Regulation Act) অনুমোদন।
গত ৮ই নভেম্বর, এক নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে বিদেশ থেকে পাওয়া অনুদান অন্য খাতে খরচ করা বেআইনি। ধর্মান্তরণ, উন্নয়ন বিরোধী প্রতিবাদ, দেশ বিরোধী কর্মকাণ্ড, মৌলবাদী গোষ্ঠী, হিংসায় জড়িত গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকলে বাতিল করা হবে FCRA অনুমোদন।
নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো এনজিও যদি ধর্মান্তরিত করার কাজে জড়িত থাকে, তবে সেই এনজিওর অনুমোদন বাতিল করা হবে। ধর্মান্তরণের কারণে কোনও এলাকার ধর্মীয় সদ্ভাব বিঘ্নিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।
এছাড়াও, কোনো এনজিও যদি উন্নয়ন বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে মদত দেয়, তবে ঐ এনজিওর FCRA অনুমোদন বাতিল করা হবে। এমনকি কোনও এনজিও যদি দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে কিংবা দেশের স্বার্থ বিরোধী কোনও কর্মকাণ্ডে মদত দেয়, তবে ঐ এনজিওর FCRA অনুমোদন বাতিল করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের একাধিক এনজিওর বিরুদ্ধে ধর্মান্তরণ, দেশ বিরোধী আন্দোলনে মদত দেওয়া, উন্নয়ন বিরোধী প্রতিবাদে মদত দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এমন অভিযোগ ঘিরে অনেকেই দাবি জানিয়েছিলেন যে ঐসব এনজিও বিদেশী অনুদান নিয়েই এমন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাই এনজিওগুলির অনুমোদন বাতিল করা হোক। পাশাপাশি FCRA অনুমোদন পাওয়ার ক্ষেত্রে নিয়ম কড়া করা হোক। এমন দাবির পরই স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ।