ঢাকা: হিন্দুদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার



Updated: 12 June, 2024 5:29 am IST

বাংলাদেশের মাটিতে হিন্দু নির্যাতন অব্যাহত। হিন্দুদের মন্দিরে দুষ্কৃতীদের হামলা, হিন্দু নবালিকদের অপহরণ ও ধর্মান্তরণের ঘটনার মাঝেই প্রশাসনের দ্বারা হিন্দুদের উচ্ছেদ করার ঘটনা ঘটলো। ঘটনাস্থল ঢাকা।

ঢাকা শহরের বংশাল এলাকায় হিন্দুদের বাড়িঘরে বুলডোজার চালিয়ে দিলো প্রশাসন। মূলত হরিজন সম্প্রদায়ের ওই হিন্দুরা বংশাল এলাকার মিরনজিল্লা বস্তিতে বংশপরম্পরায় বসবাস করে আসছেন। ওই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত।

সম্প্রতি, কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস ওই এলাকায় মার্কেট কমপ্লেক্স নির্মাণ করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ওই এলাকার কয়েকশো হিন্দু পরিবারকে উচ্ছেদের নোটিস ধরানো হয়। হিন্দুরা প্রতিবাদ করলেও তাতে কান দেননি প্রশাসনের কর্তারা।

গতকাল, ১১ই জুন, মঙ্গলবার বিশাল পুলিশবাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। প্রায় ১০০টি মত বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

কিছুক্ষণ উচ্ছেদ অভিযান চলার পর প্রতিবাদে নামেন হিন্দুরা। রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। অনেকে বুলডোজারের সামনে শুয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করার চেষ্টা করেন।

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকশো হিন্দু পরিবার। অনেকেই বাড়ির জিনিসপত্র ও পরণের কাপড় পর্যন্ত সরানোর সময় পাননি। অনেকেই এক কাপড়ে বাড়ি ছেড়েছেন। অনেকে খোলা আকাশের নিচে দিন কাটালেও বেশ কিছু মানুষ পরিচিতদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

তবে এত কিছুর পরেও উচ্ছেদ অভিযান বন্ধ করা হবে না বলেই জানিয়েছে প্রশাসন। উচ্ছেদ করা জমিতে মার্কেট কমপ্লেক্স নির্মাণ করার কথা জানিয়েছেন মেয়র। এমনকি হিন্দুদের একটি প্রতিনিধিদল মেয়রের সঙ্গে দেখা করতে গেলেও, দেখা করেননি মেয়র ফজলে নূর তাপস।