গত বছরের মার্চ মাসে, উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় রাম নবমীর মিছিলে হামলা চালানোর ঘটনার তদন্তে নেমে ১৬ জন ইসলামিক মৌলবাদীকে গ্রেপ্তার করলো জাতীয় গোয়েন্দা সংস্থা NIA। ধৃতরা সকলেই ডালখোলার বাসিন্দা। এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে NIA।
বিবৃতিতে জানানো হয়েছে যে গত বছরের মার্চ মাসের ৩০ তারিখে উত্তর ডালখোলার তাজামুল চকে শ্রী রাম নবমীর মিছিলে সাম্প্রদায়িক হামলা চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে বহু দুষ্কৃতিকে চিহ্নিত করা হয়। এমনকি একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করা হয়।
ধৃতরা হলো আফরোজ আলম, মহম্মদ আশরাফ, মহম্মদ ইমতিয়াজ আলম ওরফে ইমতিয়াজ, ইরফান ওরফে মহম্মদ ইরফান আলম, কাইজার ওরফে কুইশার, মহম্মদ ফরিদ আলম, মহম্মদ ফুরকান আলম, মহম্মদ পাপ্পু, মহম্মদ সুলেমান, মহম্মদ সার্জান, মহম্মদ নুরুল হুদা ওরফে নানুয়া, ওয়াসিম আরিয়া ওরফে মহম্মদ ওয়াসিম, মহম্মদ সালাউদ্দিন, মহম্মদ জান্নাত ওরফে জান্নাত আলম, ওয়াসিম আক্রম ওরফে ভিকি এবং মহম্মদ তানভীর আলম।
NIA-এর তরফে আরও জানানো হয়েছে যে ঘটনার তদন্ত এখনও চলছে।
প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে রাম নবমীর মিছিলে হামলা চালায় একদল ইসলামিক মৌলবাদী। সেই ঘটনায় মোট ১৬২ জনের নামে FIR দায়ের করা হয়। কিন্তু পুলিশের তদন্তে সন্তুষ্ট না হয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে NIA তদন্তের দাবি জানান অনেকে। পরে কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে ঘটনার তদন্তভার হাতে নেয় NIA। তারপরই এই গ্রেপ্তারি।