রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ: গ্রেপ্তার মহম্মদ সাব্বির



Updated: 14 March, 2024 5:00 am IST

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের তদন্তে প্রথম গ্রেপ্তার। মহম্মদ সাব্বির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো NIA – এর গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, বিস্ফোরণে মূল অভিযুক্তকে সাহায্য করেছিলেন সাব্বির।

খবর অনুযায়ী, গ্রেপ্তার হওয়া মহম্মদ সাব্বির প্রধান অভিযুক্ত নয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া প্রধান অভিযুক্তের সহকারী সাব্বির। তবে এখনও অধরা মূল অভিযুক্ত, যিনি বিস্ফোরক সমেত ব্যাগ ক্যাফের ভিতরে রেখেছিলেন।

উল্লেখ্য, গত ১লা মার্চ, বেঙ্গালুরু শহরের জনপ্রিয় রেস্টুরেন্ট রামেশ্বরম ক্যাফেতে IED দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেই ঘটনার তদন্তভার নিজেদের হাতে নেয় NIA। তদন্তে নেমে এক ব্যক্তিকে চিহ্নিত করেন গোয়েন্দার। সেই ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।