বাংলাদেশ: মন্দিরের পুজারীকে গণধর্ষণ করে খুন, তদন্তে পুলিশ



Updated: 04 March, 2024 9:12 am IST

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন অব্যাহত। মন্দিরে হামলা, খুন ও ধর্ষণ যেনো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার এক মহিলা পূজারিকে গণধর্ষণ করে খুন করার ঘটনা ঘটলো গোপালগঞ্জ জেলায়।

জানা গিয়েছে, গোপালগঞ্জ জেলার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত মালিপাতা গ্রামে ‘বিশ্ববন্ধু সেবাশ্রম মন্দির’ নামে একটি আশ্রম রয়েছে। সেই আশ্রমের মন্দিরের পূজারী ছিলেন আশালতা বিশ্বাস(৭০) ওরফে হাসি। তিনি ওই আশ্রমের ভিতরের একটি ঘরে থাকতেন এবং আশ্রমের মন্দিরে পূজা-অর্চনা এবং নিত্যদিনের ঠাকুরের সেবা কার্য সম্পাদন করতেন।

কিন্তু ৩রা মার্চ সকালে স্থানীয় কয়েকজন ভক্ত মন্দিরে গিয়ে দেখেন যে মন্দিরের দরজা ভাঙ্গা। এমনকি আশালতা বিশ্বাস যে ঘরে থাকতেন, সেই ঘরের দরজা ভাঙ্গা। তাঁরা ভিতরে গিয়ে দেখেন যে মেঝেতে হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন আশালতা।

এক ভক্ত বলেন, “মেঝেতে পড়ে ছিলেন আশালতা। তাঁর হাত বাঁধা ছিল। মুখে কাপড় গোঁজা ছিল। আশেপাশে রক্ত পড়ে ছিল। শরীরে নির্যাতনের চিন্হ স্পষ্ট। মনে হচ্ছে, ধর্ষণ করে খুন করা হয়েছে।”

তাছাড়া, সেবাশ্রমের মন্দিরের ভিতরে থাকা দুটি দানবাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আপাতত অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।