বাংলাদেশ: হিন্দু কৃষকের ৮ একর জমি দখল করলেন আওয়ামী লীগের নেতারা



Updated: 19 December, 2023 9:32 am IST

সাধারণ নির্বাচন যতই এগিয়ে আসছে, হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন ততই বাড়ছে বাংলাদেশে। হিন্দু মন্দিরে হামলা, হিন্দু মেয়েদের অপহরণ ও ধর্ষণ করার পাশাপাশি থেমে নেই হিন্দুদের জমি দখল। আর এই জমি দখলের পিছনে নেই কোনও ইসলামিক মৌলবাদীরা, বরং নিজেদের হিন্দু স্বার্থ রক্ষাকারী দাবি করা আওয়ামী লীগের নেতারা।

খবর অনুযায়ী, এক হিন্দু কৃষকের ৮ একর ফসলী জমি দখল করে নিয়েছেন আওয়ামী লীগের নেতারা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের হিন্দু কৃষক রবীন্দ্র নাথ রায়ের অভিযোগ, তাঁর ৮ একর জমি দখল করে নিয়েছেন আওয়ামী লীগের নেতারা। স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাফিজুল ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতারা তাঁর জমি দখল করেছেন। আবুল কালাম, হযরত আলী এবং রেদোয়ান আহমেদও জমি দখলে জড়িত।

চাষের জমি হারিয়ে এখন অঝোরে কেঁদে চলেছেন কৃষক রবীন্দ্র নাথ রায় ও তাঁর স্ত্রী সুশীলা। কাঁদতে কাঁদতে রবীন্দ্র বলেন, “দীর্ঘদিন ওই জমি আমি চাষাবাদ করে খাই। এর আগে আমি নদীর ভাঙনে আমি জমি হারিয়েছিলাম। তারপর চরের জেগে ওঠা জমিতে আমি চাষ করে আসছি। কিন্তু কিছুদিন থেকে আমাকে জমি বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছিল। আমি রাজি না হওয়ায় আমাকে জোর করে স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়ার চেষ্টা করে। এমনকি টাকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি টাকা নিই নি।”

ওই কৃষকের আরও অভিযোগ, জমি দখলের প্রতিবাদ করায় তাকে নানারকম হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ভোট মিটে গেলে তাকে গ্রামছাড়া করার হুমকি দিয়েছে আওয়ামী লীগের নেতারা। এমন পরিস্থিতিতে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন হিন্দু সংখ্যালঘু রবীন্দ্র নাথ রায়।