ইফতারে আপত্তি না থাকলেও ক্যাম্পাসে হোলি উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়



Updated: 03 March, 2023 7:26 pm IST

সারা বিশ্বের হিন্দুরা যখন হোলি(Holi) উৎসব উদযাপনের জন্য মুখিয়ে রয়েছে, সেই সময় আজব নির্দেশিকা জারি করলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানালো যে ক্যাম্পাসে হোলি উৎসব পালন করা যাবে না। আর এমন নির্দেশিকায় বেজায় চটেছেন বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা। তাদের প্রশ্ন, গত বছর ক্যাম্পাসে ইফতার পার্টির অনুমতি দেওয়া হয়েছিল কেনো? তাঁর জবাব আপাতত নেই।

খবর অনুযায়ী, গত ২৮শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় বলা হয় যে ক্যাম্পাসের ভিতরে কোথাও হোলি পালন করা যাবে না। যারা নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে হোলি উদযাপন করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে ক্যাম্পাসের ভিতরে কোথাও হোলি খেলা, হইচই কিংবা চিৎকার চেঁচামেচি করা, গান বাজানো নিষেধ করা হলো। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক, প্রশাসনিক কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে ক্যাম্পাসে হোলি খেলা না হয়। যারা নির্দেশিকা অমান্য করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়।

আর এমন নির্দেশিকা সামনে আসায় বেজায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা। তাঁরা এমন নির্দেশিকা না মানার হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই গতকাল ৩রা মার্চ একদল হিন্দু ছাত্রছাত্রী নির্দেশিকাকে পাত্তা না দিয়েই ক্যাম্পাসে হোলি উৎসব উদযাপন করেছেন। অনেক ছাত্রছাত্রী তাদের নিজস্ব হোস্টেলের ভিতরে হোলি উৎসব উদযাপন করেন।

প্রসঙ্গত, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পূর্বে এমনটা ছিল না। অতীতে ক্যাম্পাসের ভিতরে কখনও হোলি উৎসব উদযাপনে বাধা আসেনি। কিন্তু পরিস্থিতির বদল হয় যখন সুধীর জৈন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে আসেন। গত বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ইফতার পার্টির আয়োজন করা হয়। কিন্তু এ বছরে হোলি উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হলো। এর হিন্দু ছাত্রছাত্রীদের ক্ষোভ গিয়ে পড়েছে সুধীর জৈনের উপরে।