আসাম: ‘করণ সিং’ পরিচয়ে হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ইসলামে ধর্মান্তরণ, গ্রেপ্তার কুরআন আলী



Updated: 29 September, 2024 9:57 am IST

Hindu Voice Desk: নাম ও ধর্ম পরিচয় গোপন করে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ইসলামের ধর্মান্তরিত করার ঘটনা অব্যাহত। এবারে একটি নতুন ঘটনার খবর এলো আসামের জোড়হাট থেকে। কুরআন আলী নামে এক মুসলিম যুবক নিজের মুসলিম ধর্ম ও পরিচয় গোপন করে এক হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ইসলামের ধর্মান্তরিত করেন। শুধু তাই নয়, ওই হিন্দু তরুণীকে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ও করেন এবং তাকে ইসলামের ধর্মান্তরিত করেন। অভিযোগ পাওয়ার পরেই ওই মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

খবর অনুযায়ী, কুরআন আলী দক্ষিন সালমারা জেলার ফকিরগঞ্জ এলাকার বাসিন্দা অন্যদিকে ওই হিন্দু তরুণী জোড়ার জেলার তিতাবর এলাকার বাসিন্দা। গত বছর সেপ্টেম্বর নাগাদ কুরআন আলী আসেন তিতাবর এলাকায়। জল জীবন মিশন প্রকল্পের কাজে কর্মচারী হিসেবে ওই এলাকায় এসেছিলেন কুরআন আলী। ওই এলাকার একটি ঘরে ভাড়া থাকতো সে। 

অভিযোগ, কুরআন আলী নিজের মুসলিম নাম ও পরিচয় গোপন করে ওই হিন্দু তরুনীর সঙ্গে বন্ধুত্ব করেন। ওই হিন্দু তরুণীর কাছে নিজেকে করণ সিং হিসেবে পরিচয় দেন। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গভীর হয়। পরবর্তীতে বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কের রূপান্তরিত হয়। একটা সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । এমনকি অনলাইনে দুজনের মধ্যে ছবি দেওয়া নেওয়ার ঘটনাও ঘটে। কিন্তু তরুণীর অজান্তে সেইসব ছবি ও ভিডিও নিজের ফোনে সেভ করে রাখেন কুরআন আলী। পরবর্তীকালে সেই ছবি ও ভিডিও ওই তরুণীর গলার কাটা হয়ে দাঁড়ায়। 

ওই হিন্দু তরুণীর অভিযোগ, করণ সিংহের আসল পরিচয় জানতে পেরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু কুরআন আলী ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। চলতে থাকে ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল করে প্রায়শই তাঁর কাছ থেকে টাকা নিতো কুরআন আলী। কখনো পাঁচ হাজার কখনোও দশ হাজার, এভাবেই ওই তরুণীর কাছ থেকে রীতিমতো ব্ল্যাকমেল করে অর্থ আদায় করেন কুরআন আলী। অসহায় ওই তরুণী একপ্রকার বাধ্য হয়েই কুরআন আলীর দাবি মত অর্থ দিতে থাকেন। এক পর্যায়ে ওই হিন্দু তরুণীকে হুমকি দিয়ে ও ব্লাকমেল করে ইসলামে ধর্মান্তরিত করা হয়। 

ওই হিন্দু তরুণীর আরও অভিযোগ, প্রথমে ইসলামে ধর্মান্তরিত হতে রাজি ছিলেন না তিনি। কিন্তু ইসলামে ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় পরিবারের সদস্যদের খুনের হুমকি দেয় ওই যুবক। এদিকে ধর্মান্তরিত হওয়ার পরেও থেমে থাকেনি টাকার দাবি। ফোন করে দুই লাখ টাকা দেওয়ার জন্য ধমকি দেওয়া হয় ওই তরুণীকে। বাধ্য হয়েই পরিবারের লোকেদের জানান ওই তরুণী। 

পরে টিটাবর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯, ৩০৮(৪), ৩১৮(২), ৩১৯(২), ৩৫১(৩), ৫৫ ও ৫৮ ধারায় মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করে।