দিনের আলোয় প্রকাশ্যে গরুর মাংস বিক্রি করায় দুই মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম আছাদ উদ্দিন ও ফখরুল ইসলাম। ঘটনা আসামের পথারকান্দির কাবাড়িবন্দ এলাকার। ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করেছে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা।
জানা গিয়েছে, গত ২৮শে জানুয়ারি, শুক্রবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে কাবাড়িবন্দ এলাকায় দুই ব্যক্তি গরুর মাংস বিক্রি করছে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় হানা দেয় পুলিশের একটি দল। তবে পুলিশ আসার খবর পেয়ে মাংস ফেলে পালিয়ে অভিযুক্তরা। পরে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায় পথারকান্দিতে। বেশ কিছু স্থানীয় হিন্দু এবং হিন্দু সংগঠনের সদস্যরা থানায় বিক্ষোভ দেখান। পরে স্থানীয় এক ব্যক্তি দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।