এক হিন্দু গৃহবধূকে অপহরন করা এবং আটকে রেখে লাগাতার ধর্ষণ করার অভিযোগে ফারুক উদ্দিন লস্কর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ পুলিশ। ধৃত যুবক রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, করিমগঞ্জ জেলার কালীবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার অন্তর্গত মদনমোহন এলাকার বাসিন্দা ওই হিন্দু গৃহবধূ। অভিযোগ, কয়েকদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে থেকে ওই হিন্দু মহিলাকে অপহরন করে নিয়ে যায় ফারুক উদ্দিন। তারপর ওই মহিলাকে একটি ঘরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করে অভিযুক্ত।
পরে ওই মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কালীবাড়ি থানা এবং রামকৃষ্ণনগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃতা মহিলাকে উদ্ধার করে এবং অভিযুক্ত ফারুক উদ্দিন লস্করকে গ্রেপ্তার করে। পরে গত শনিবার অভিযুক্তকে করিমগঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ।