Hindu Voice Desk: বাংলাদেশে ভয়াবহ হিন্দু নির্যাতন চলছেই। এরই মাঝে আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে একটি মন্দির সংস্কারে বাধা দিলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি(BGB)। তবে বিএসএফ(BSF) জওয়ানরা এসে পৌঁছাতেই পালিয়ে যায় বিজিবি সদস্যরা।
জানা গিয়েছে, আসামের শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর সীমান্তে একটি প্রাচীন মা মনসা মন্দিরের সংস্কার করছিলেন হিন্দু গ্রামবাসীরা। আর সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি(BGB) সদস্যরা। স্পিডবোটে নদী পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে কয়েকজন বিজিবি সদস্য। তাঁরা গ্রামবাসীদের মন্দির সংস্কার না করতে হুমকি দেয়। গ্রামবাসীরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। খবর যায় বিএসএফের কাছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ জওয়ানদের একটি দল। বিএসএফের তরফে পরিষ্কার জানানো হয় যে এভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া বেআইনি। ভারতীয় ভূখণ্ডে মন্দির নির্মাণে বাধা দেওয়ার কোনও অধিকার নেই তাদের। ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরাও। বেগতিক দেখে পালিয়ে যায় বিজিবি সদস্যরা।
স্থানীয় হিন্দু গ্রামবাসীদের অভিযোগ, বিজিবি সদস্যরা তাদের হুমকি দিয়েছিল। বিজিবি সদস্যরা তাদের বলেছিল যে নদীর অন্য প্রান্তে মসজিদ রয়েছে। নামাজ পড়ে বাইরে বের হলেই মন্দির চোখে পড়বে, যা তাদের কাছে ‘হারাম’।
আপাতত, মন্দির সংস্কারের কাজ চলছে জোরকদমে। বিএসএফের হস্তক্ষেপের পর থেকে বিজিবি সদস্যরা আর বাধা দেওয়ার সাহস পায়নি।