একটি কালী মন্দিরে গরুর মাংস ফেলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসামের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানা এলাকার অন্তর্গত হরিশনগরে। ক্ষুব্ধ হিন্দুরা অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩রা জুলাই সন্ধায় টিলা কালী মন্দিরে সন্ধ্যা বাতি দিতে গিয়ে এক মহিলা দেখেন যে মন্দিরের ভিতরে গরুর মাংস পড়ে রয়েছে। তখন ওই মহিলা অন্যান্য লোকজনকে ঘটনা জানান। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক ভিড় জমে যায় মন্দির চত্বরে।
উত্তেজিত জনতা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই বিক্ষোভে যোগ দেন একাধিক হিন্দু সংগঠনের কর্মী ও সমর্থকেরা। পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
তবে স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যার সময় মন্দিরে গরুর মাংস ফেলা হয়েছে বলে অনুমান করছেন তাঁরা। অন্ধকার থাকায় কে বা কারা এই কাজ করেছে, সেই সম্বন্ধে কিছুই জানেন না তাঁরা। এদিকে ঘটনার দুই দিন হতে চললেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।