আসাম: মুসলিমরা চাইলেও একটার বেশি বিয়ে করতে পারছে না, বললেন বদরুদ্দীন আজমল



Updated: 09 September, 2023 6:02 am IST

ফের আজব মন্তব্য করে বসলেন আসামের মুসলিম রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট(AIUDF)-এর প্রধান মাওলানা বদরুদ্দীন আজমল(Badruddin Ajmal)। বহু বিবাহ প্রসঙ্গে বলতে গিয়ে বললেন যে হিন্দুরাই বহু বিবাহ করে, মুসলিমরা নয়। মুসলিমরা আসলে একটি বিয়ে করেই খুশি থাকে, মন্তব্য করেন আজমল।

উল্লেখ্য, আসামের বিজেপি সরকার পুরুষদের বহু বিবাহ বন্ধ করতে আইন পাস করার কথা জানিয়েছে। সেই আইনের খসড়া তৈরী করার কাজ চলছে জোরকদমে, এমনটাই কয়েকদিন আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর সেই প্রস্তাবিত আইন নিয়ে যখন রাজ্যজুড়ে জোরদার চর্চা চলছে, তখন বেজায় চটলেন আজমল। সোজা দোষ চাপিয়ে দিলেন হিন্দুদের উপরে।

গতকাল, ৮ই সেপ্টেম্বর, শুক্রবার, সাংবাদিকদের উদ্দেশ্যে আজমল বলেন, ” বিজেপি এবং আসামের মুখ্যমন্ত্রী রাজ্যের মুসলিমদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। তাদের কাছে না আছে কাজ, না আছে পয়সা। তার ওপরে মুসলিমদের রাস্তার ধারে বসে সবজিও বিক্রি করতে দেওয়া হচ্ছে না। আর এই কারণে, মুসলিমরা চাইলেও একটার বেশি বিয়ে করতে পারছে না।”

সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে মুসলিমরা একাধিক বিয়ে করতে না পারার কারণে এক প্রকার দুঃখপ্রকাশ করেন। আজমলের কথায়, মুসলিমরা একাধিক বিয়ে করতে চায়, কিন্তু রোজগার না থাকায় করতে পারছে না। কিন্তু কিন্তু হিন্দুদের রোজগার থাকায় একাধিক বিয়ে করছে বলে মন্তব্য করেন আজমল।

প্রসঙ্গত, দেশে মুসলিম নাগরিকদের জন্য মুসলিম পার্সোনাল ল’ রয়েছে। সেই আইনের আওতায় একাধিক শরিয়া বিষয়ক রীতিনীতি মুসলিমদের জন্য বৈধ। তাদের মধ্যে একটি হলো মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করার অধিকার। প্রথম স্ত্রী জীবিত থাকা সত্বেও, তাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারেন একজন মুসলিম পুরুষ। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে তা সম্ভব নয়। তারপরেও হিন্দুদের নিশানা করে ঘৃণ্য মন্তব্য করায় অবাক রাজনৈতিক মহলের অনেকে।

তবে মুসলিম পুরুষদের একাধিক বিয়ের বিরুদ্ধে মুসলিম মহিলারা বারবার সরব হয়েছেন। এমনকি মুসলিম পুরুষদের বহু বিবাহ নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বেশ কয়েকজন মুসলিম মহিলা, যা বর্তমানে বিচারাধীন।