ধর্ম পরিচয় গোপন করে প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেল করায় আত্মঘাতী হিন্দু তরুণী, গ্রেপ্তার আশিক ইসলাম



Updated: 10 July, 2025 7:22 pm IST

Hindu Voice Desk: লাভ জিহাদের ঘটনা থামছেই না। ধর্ম পরিচয় ও নাম গোপন করে হিন্দু তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে যৌণ শোষণের ঘটনা লাগাতার ঘটে চলেছে। এবার তেমনই একটি ঘটনা ঘটলো কোচবিহার জেলায়।

জানা গিয়েছে, ওই হিন্দু তরুণী কোচবিহার জেলার হলদিবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় কলেজের ছাত্রী ছিলেন। বছর খানেক আগে ওই তরুণী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে ওই হিন্দু তরুণী ওই যুবকের সঙ্গে শারীরিকভাবেও ঘনিষ্ঠ হন। কিন্তু মাস খানেক আগে ওই হিন্দু তরুণী জানতে পারেন যে তাঁর প্রেমিক আদতে মুসলমান। নিজের মুসলিম নাম ও ধর্ম পরিচয় গোপন করে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ওই যুবক। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। ওই যুবককে তরুণী সাফ জানিয়ে দেন যে তাঁর পক্ষে সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়।

কিন্ত প্রেমিক আশিক ইসলাম ওই হিন্দু তরুণীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। ওই তরুণীকে আশিক ইসলাম হুমকি দেন যে সম্পর্ক চালিয়ে না গেলে ঘনিষ্ঠ ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই হিন্দু তরুণী।

এরপরই গত ২২শে জুন, ২০২৫ তারিখে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই তরুণী। পরিবারের লোক তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন গত ৩০শে জুন, ২০২৫ তারিখে ওই তরুণীর মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে ঘটনার কথা পরিবারকে জানিয়ে যান ওই তরুণী।

এদিকে ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্ত যুবকের গ্রেপ্তারের দাবিতে এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় হিন্দুরা। পরে ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবক আশিক ইসলামকে গ্রেপ্তার করেছে। তাকে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়।