বোনকে লাগাতার ইভটিজিং করতো কয়েকজন। আর তার প্রতিবাদ করায় দাদকে পিটিয়ে খুন করলো কয়েকজন মুসলিম ছাত্র। খুন হওয়া হিন্দু ছাত্রের নাম সত্যম শর্মা(১৬)। যদিও বোনকে ইভটিজিং করার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ইতিমধ্যে খুন হওয়া ছাত্রের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে সবাই পলাতক। ঘটনা উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার কোরাওন তেহসিলের অন্তর্গত খেরী গ্রামের। …
রাস্তা চওড়া করতে বাধা হয়ে দাঁড়িয়েছিল সরকারি জমির উপরে নির্মিত বেআইনি মসজিদ। সেই বাধা দুর করতে বেআইনি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। ঘটনা উত্তর প্রদেশের প্রয়াগরাজের। জানা গিয়েছে, মসজিদটি ১৬শ শতকের। শেরশাহ সুরির আমলে নির্মিত ওই মসজিদটি প্রয়াগরাজ জেলার হান্ডিয়া তেহসিল এলাকায় জিটি রোডের পাশেই অবস্থিত। স্থানীয়রা বলেন যে মসজিদটি আফগান আক্রমণকারী শেরশাহ সুরির দ্বারা …
Continue reading "প্রয়াগরাজ: সরকারি জমির উপরে নির্মিত বেআইনি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন"