দক্ষিণ ২৪ পরগনা: এবারে লক্ষী পূজার মন্ডপে জিহাদি হামলা, মূর্তি ভাঙচুর



Updated: 17 October, 2024 8:19 am IST

বাদ গেল না লক্ষ্মী পূজাও। দুর্গাপূজার পর জিহাদি হামলার শিকার হল লক্ষ্মী পূজাও। ভাঙচুর করা হলো লক্ষ্মীপূজার প্রতিমা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি রথতলার। 

জানা গিয়েছে, বাওয়ালি রথতলায় লক্ষ্মী পূজার আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব। গতকাল সন্ধ্যা নাগাদ ওই পূজা মণ্ডপে হামলা চালায় একদল দুষ্কৃতী। লক্ষ্মী প্রতিমায় ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় তাঁরা। 

এর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হিন্দুরা। মণ্ডপ থেকে ভাঙ্গা প্রতিমা বের করে আনা হয় রাস্তায়। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। পরে বিশাল পুলিশ বাহিনী আসে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয় পুলিশের তরফে। 

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গা পূজার দিন থেকেই প্রতিমা ভাঙার উৎসব চলছে পশ্চিমবঙ্গে। মন্দিরে হামলা, দুর্গা মন্ডপে হামলা, দুর্গা মূর্তি ভাঙচুর, সন্ধ্যা আরতির সময় ঢাক ঢোল ও শঙ্খধ্বনি বন্ধ করতে হুমকি ইত্যাদির মত ঘটনা ঘটেছে। তারপর লক্ষী পূজাও নির্বিঘ্নে কাটলো না। 

প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষী পূজার আগের দিন হুগলী জেলার চন্দননগরে এক মৃৎশিল্পীর তৈরি করা চারটি প্রতিমা ভাঙচুর করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এইভাবে একের পর ঘটনা ঘটে চলেছে, যা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়।