মহারাষ্ট্র: কানিফনাথ মন্দিরের ৪০ একর জমি দখল করলো ওয়াকফ বোর্ড



Updated: 27 October, 2024 7:33 am IST

Hindu Voice Desk: ওয়াকফ বোর্ডের দখলদারি অব্যাহত। এবারে মহারাষ্ট্রের এক মন্দিরের ৪০ একর জমি দখল করার অভিযোগ উঠলো ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। যদিও ওয়াকফ বোর্ডের দাবি, ওই জমি একটি স্থানীয় দরগার।

খবর অনুযায়ী, মহারাষ্ট্রের আহমেদনগরে রয়েছে বিখ্যাত কানিফনাথ মন্দির। সেই মন্দিরের প্রায় ৪০ একর জমি দখল করার অভিযোগ উঠেছে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। গত ২০০৫ সালে কোনওরকম নিয়মের তোয়াক্কা না করেই একপ্রকার বেআইনিভাবে মন্দিরের জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয় ওয়াকফ বোর্ড(Waqf Board)। তারপর থেকেই মন্দিরের জমি উদ্ধার করতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মন্দিরের ট্রাস্টি বোর্ড।

মন্দিরের এক ট্রাস্টি শ্রীহরি অম্বেকরের কথায়, গত ২০০৫ সালে একদল স্থানীয় মুসলিম মন্দিরের ৪০ একর জমি দরগার নামে রেজিস্ট্রি করায় ওয়াকফ বোর্ডে। নিয়ম অনুযায়ী, কোনওরকম নোটিস জারি করা হয়নি। অথচ আমাদের মন্দিরের জমি ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমলের জমির সমস্ত নথিপত্র রয়েছে আমাদের কাছে। আমরা জেলা আদালতে সমস্ত নথিপত্র জমা দিয়েছি। কিন্তু ওই জমির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি। বর্তমানে মামলা চলমান।

অন্য দিকে, কয়েকদিন আগেই কর্ণাটক থেকে ওয়াকফ বোর্ডের দখলদারির ঘটনা সামনে এসেছে। কর্নাটকের বিজয়াপুরা গ্রামে ১২০০ একর কৃষিজমি দখল করে নিয়েছে ওয়াকফ বোর্ড। হিন্দু কৃষকদের জমি তাদের অজান্তে ওয়াকফ সম্পত্তি হিসেবে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে। কৃষকদের কাছে জমির সমস্ত নথিপত্র থাকা সত্বেও কিভাবে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে রেজিস্ট্রি করা হলো, সেই প্রশ্নই এখন সবার।