কর্ণাটক: ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে হিন্দু ছাত্রীদের ভিডিও রেকর্ড করায় ৩ মুসলিম ছাত্রী সাসপেন্ড, চাপে পড়ে FIR দায়ের পুলিশের



Updated: 27 July, 2023 4:17 am IST

উদুপির নার্সিং কলেজের একটি ঘটনা ঘিরে দেশজুড়ে তোলপাড়। ওই কলেজের কয়েকজন মুসলিম ছাত্রী ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে শুধুমাত্র হিন্দু ছাত্রীদের গোপন ভিডিও রেকর্ড করে। পরে সেই ঘটনা জানাজানি হওয়ার পরই প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কলেজ কতৃপক্ষ ও পুলিশ। ভিডিও ডিলিট করে ওই তিন ছাত্রীকে সাসপেন্ড করে কলেজ কতৃপক্ষ। পুলিশের তরফে জানানো হয় যে ঐ তিন ছাত্রী মজা করে এমন কান্ড ঘটিয়েছিলেন। তবে ঘটনা ঘিরে দেশজুড়ে সমালোচনা শুরু হওয়ায় ওই তিন অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে FIR দায়ের করলো পুলিশ। 

জানা গিয়েছে, অভিযুক্ত ওই তিন মুসলিম ছাত্রীর নাম অলিমাতুল সাইফা, সাবা নাজ ও আলিয়া। অভিযোগ, সকলের অজান্তে ওয়াশরুমে ক্যামেরা লাগিয়েছিল ওই তিন ছাত্রী। সেই সব ভিডিও রেকর্ড করার পর তা বেশ কয়েকটি গ্রূপে শেয়ার করার অভিযোগ ওঠে। বিষয়টি বেশ কিছুদিন ধরে চললেও গত ১৮ই জুলাই নজরে পড়ে এক হিন্দু ছাত্রীর। তারপরই কলেজের কতৃপক্ষকে জানানো হয়। কলেজ কতৃপক্ষ তৎক্ষণাৎ ভিডিও ডিলিট করে এবং ঐ তিন মুসলিম ছাত্রীকে সাসপেন্ড করে।

কিন্তু বিষয়টি নিয়ে সারা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অনেকে কলেজ কতৃপক্ষের ভূমিকার নিন্দা জানান। তারপরই উদুপির পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান যে মজা করে ওই তিন মুসলিম ছাত্রী ওয়াশরুমে ক্যামেরা লাগিয়েছিলেন। পুলিশ সুপারের ভাষায় পুরো ঘটনা একটা ‛Prank’ ছিল। এমনকি ঘটনায় কোনও সাম্প্রদায়িক মনোভাব নেই বলে জানান পুলিশ সুপার। 

পরে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হওয়ায় গতকাল ২৬শে জুলাই, বুধবার উদুপি পুলিশের তরফে জানানো হয় যে কলেজ কতৃপক্ষ অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯, ১৭৫, ২০৪ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে কোনোরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে পুলিশের তরফে। 

এদিকে উদুপির ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। নেটিজেনদের একটি বড়ো অংশ বলছেন যে ওয়াশরুমে ক্যামেরা লাগানো সামান্য মজা কিংবা প্র্যাংক হতে পারে না। নিজেদের সহপাঠীর সঙ্গে এমন কাজ কেউ করতে পারে না। এমনটা তখনই সম্ভব, যখন কেউ তাদের ক্ষতি করতে যায়। অনেকে বলছেন যে ওইসব ভিডিও রেকর্ড করা হচ্ছিল বিশেষ উদ্দেশ্যে, হতে পারে ওই ছাত্রীদের ব্ল্যাকমেল করার জন্য ওইসব ভিডিও রেকর্ড করা হচ্ছিল। শুধু হিন্দু ছাত্রীদের ভিডিও কেন রেকর্ড করা হবে, উঠছে সে প্রশ্নও।  পুরো ঘটনার তদন্ত করে মূল মাথাকে গ্রেপ্তার করার দাবি উঠেছে দেশজুড়ে।