গুজরাট: আহমেদাবাদে গ্রেপ্তার ৫০ জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী



Updated: 26 October, 2024 2:53 pm IST
Representative Image
Representative Image

Hindu Voice Desk: বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে গুজরাট পুলিশের বিশেষ দল। বিগত কয়েকমাসে অল্পসংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করলেও এবার বড়সড় সাফল্য পেলো তাঁরা। এবার আহমেদাবাদ থেকে ৫০ জন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো পুলিশের বিশেষ দল।

খবর অনুযায়ী, ওই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে আসার পরই আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি জোগাড় করে ফেলেছে। তারপর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় যুক্ত থেকে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছে। ফলে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা মুশকিল হয়ে উঠছে।

আহমেদাবাদ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধৃত বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। ধৃতদের মধ্যে কেউ ১০ মাস আগে, কেউ কেউ ১ বছর আগে ভারতে অনুপ্রবেশ করেছিল। তারপর দালালের সহযোগিতায় গুজরাটের আহমেদাবাদ শহরে এসে ঘাঁটি গেড়েছিল।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধৃতদের মধ্যে পুরুষরা দৈনিক মজুরিতে শ্রমিকের কাজ করতো। পুরুষদের মধ্যে কেউ কেউ রাজমিস্ত্রির কাজ করতো। কেউ কেউ আবার মদ বিক্রির কাজ করতো। অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলাদের কেউ কেউ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতো। বেশ কয়েকজন বাংলাদেশি মহিলা আবার বেশ্যাবৃত্তির কাজও করতো।

গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অজিত রাজিয়ান বলেন যে ধৃত ৫০ জন ছাড়াও আরও ১০০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। রাজ্যের অন্য কোথাও বাংলাদেশিরা ঘাঁটি গেড়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা চলছে।