বিশ্বজুড়ে হিন্দুত্বের জয়যাত্রা অব্যাহত। আমেরিকার নিউ জার্সিতে বিশাল হিন্দু মন্দিরের উদ্বোধনের পর এবার কানাডার ব্রাম্পটন। স্থাপিত হতে চলেছে ভগবান শ্রী হনুমানের বিশাল মূর্তি। এই সেই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ব্রাম্পটনের হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন খুশির জোয়ার। তবে মূর্তি স্থাপনে খুশি নয় ব্রাম্পটনের খালিস্তানি জঙ্গিরা।
জানা গিয়েছে, ব্রাম্পটনের ‘হিন্দু সভা মন্দির’ নামে একটি সংস্থা মূর্তিটি নির্মাণ করছে। ৫৫ ফুট উঁচু মূর্তিটির নির্মাণকাজ প্রায় সম্পূর্ণ। শুধুমাত্র বেদীর কাজটুকু বাকি। ২০২৪ সালের শ্রী হনুমান জয়ন্তীর দিনে মূর্তিটি উদ্বোধন করা হবে।
Countless Canadians are noticing huge changes in their country that they don't like.
— Joe Blo (@NormalGuy223) December 15, 2023
It's completely valid that they feel this way.
There's nothing wrong with thinking that things were better decades ago.
Traditional Canadian culture is being erased, and people aren't happy. https://t.co/sS95zvwsPO
কিন্তু ইতিমধ্যেই এই মূর্তি নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে খালিস্তানিরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বেশ কিছু হিন্দু বিরোধী কানাডার নাগরিক। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রী হনুমান মূর্তি নির্মাণের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। আর এতে কিছুটা হলেও চিন্তিত হিন্দু সভা মন্দিরের কর্তাব্যক্তিরা। কোনওরকম ঝুঁকি না নিয়ে মূর্তির সুরক্ষায় নিরাপত্তারক্ষী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, কানাডার ব্রাম্পটন শহরে খালিস্তানি জঙ্গিদের দাপট নতুন নয়। এর আগে ব্রাম্পটনের ভারত মাতা মন্দিরে হামলা চালিয়েছিল খালিস্তানিরা। এছাড়াও, ভারত বিরোধী খালিস্থানি বিচ্ছিন্নতাবাদের সমর্থনে লাগাতার প্রচার চলতে থাকে শহরের বিভিন্ন প্রান্তে। এমনকি ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়া পোস্টের দেওয়া হয়েছিল। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পর ভারত বিরোধী কার্যকলাপ আগের তুলনায় বেড়েছে। এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি না নিয়ে শ্রী হনুমান মূর্তির সুরক্ষায় নিরাপত্তারক্ষী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ‘হিন্দু সভা মন্দির’।