Hindu Voice Desk: পাসপোর্ট বানাতে গিয়ে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী। ধৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম নবাব শেখ ওরফে নবাব। নবাব বিগত তিন বছর ধরে ভারতে থাকছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর অনুযায়ী নবাব শেখ ওরফে নবাব আদতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। গত ২০২১ সালে এজেন্টের সহায়তায় ভারতে অনুপ্রবেশ করেছিল সে। অনুপ্রবেশের পরই সে সোজা চলে আসে বিহারের কাটিহার জেলায়। পরে সেখান থেকে চলে আসে বিহারের আরেক জেলা আরারিয়াতে। আরারিয়া জেলার রামপুরে বসবাস করতে শুরু করে নবাব। সেখানেই সে ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড বানায়। প্রায় দেড় বছর আগে রঙ্গিলা খাতুন নামে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে সে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
মাসখানেক আগে নবাব পাসপোর্ট-এর জন্য আবেদন করে। পাসপোর্ট-এর জন্য আবেদনের পর স্থানীয় থানায় নথিপত্র ভেরিফিকেশনের জন্য যায় সে। থানা থেকে তাকে পঞ্চায়েত অফিস থেকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিয়ে আসতে বলা হয়। পঞ্চায়েত অফিসে নিজের নথিপত্র ভেরিফিকেশন করতে গেলে সন্দেহ হয় পঞ্চায়েত প্রধান-এর। পঞ্চায়েত প্রধান জানান যে নবাবের আধার কার্ডে পিতার জায়গায় স্ত্রীর নাম রয়েছে এবং ভোটার কার্ডে পিতার জায়গায় গ্রামেরই এক ব্যক্তির নাম রয়েছে। এর পরই পঞ্চায়েতের তরফে গত ৫ই অক্টোবর, ২০২৪ তারিখে নগর থানায় বিষয়টি জানানো হয়।
খবর পাওয়া মাত্রই পুলিশ নবাব শেখ ওরফে নবাবকে গ্রেপ্তার করে। জেরায় নবাব স্বীকার করে যে সে আদতে বাংলাদেশের নাগরিক। এজেন্টকে টাকা দিয়ে সে ভারতে অনুপ্রবেশ করেছিল। তারপর ঘুষ দিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়েছে। বর্তমানে পাসপোর্ট বানাতে চাইছিল। পুলিশের তরফে বিদেশ মন্ত্রকেও খবর দেওয়া হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী।