কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের এক মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়েছে। বিহারের কিশানগঞ্জের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে হিন্দুদের আত্মরক্ষার পাঠ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বললেন, আত্মরক্ষার জন্য বাড়িতে তরোয়াল ও বর্শা রাখুন সেটা পুজো করুন এবং নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করুন।
বিগত কয়েকদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিহারের বিভিন্ন জেলাতে ‘হিন্দু স্বাভিমান যাত্রা’-তে অংশ নিচ্ছেন। এর আগে তিনি বিহারের পূর্ণিয়া, কাটিহার ও আরারিয়া জেলাতে সভা করেন। গতকাল অর্থাৎ ২২শে অক্টোবর, মঙ্গলবার তিনি কিশানগঞ্জ জেলায় উপস্থিত হন। কিশানগঞ্জের সভায় বক্তব্য রাখতে গিয়ে হিন্দুদেরকে আত্মরক্ষার পাঠ দেন গিরিরাজ। সেখানে তিনি বলেন, নিজেদের সম্মান ও ধর্ম রক্ষার জন্য বাড়িতে তরোয়াল ও বর্শা রাখুন। পুজো করুন এবং আত্মরক্ষার কাজে লাগান।
নিজের বক্তব্য গিরিরাজ সিং আরো বলেন যে প্রায়শই শুনি হিন্দুদের উপরে হামলার কথা। হিন্দু মহিলাদের সম্মানহানি করা হচ্ছে। হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে। কিন্তু দোষীদের শাস্তি হচ্ছে না। নিজের কন্যার সম্মান রক্ষার্থে বাড়িতে অস্ত্র রাখুন।
গিরিরাজ সিং তাঁর বক্তব্যে হিন্দুদের করুণ অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি অনেক গ্রামের কথা, যেখানে মাত্র ২০-৩০ ঘর হিন্দুর বসবাস। আর চারিদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘিরে রয়েছে। তাদের মন্দির ভেঙে দেওয়া হয়েছে। বাড়িতে ঢুকে মহিলাদের সাথে খারাপ ব্যবহার করার ঘটনা ঘটেছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং বরাবরই হিন্দু নির্যাতন নিয়ে সরব। দেশে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানো নিয়েও একাধিকবার মুখ খুলেছেন তিনি। বর্তমানে হিন্দু স্বাভিমান যাত্রার মাধ্যমে বিহারের একাধিক জেলায় সভার আয়োজন করছেন। সাধারণ হিন্দু জনতার সঙ্গে কথা বলে তাদের যন্ত্রণার কথা শুনছেন। স্বাভাবিকভাবেই তাঁর বক্তব্যে বেজায় চটছেন তথাকথিত সেকুলাররা।