আসাম: ডিব্রুগড়ে খুন মেহেক শর্মা, গ্রেপ্তার প্রেমিক আজিজ আহমেদ



Updated: 11 September, 2023 7:55 am IST

লাভ জিহাদের শিকার হয়ে প্রাণ হারালেন আর এক হিন্দু তরুণী। প্রেমিক আজিজ আহমেদের হাতে নৃশংসভাবে খুন হলেন প্রেমিকা মেহেক শর্মা। গত ৯ই সেপ্টেম্বর, ঘটনাটি ঘটে ডিব্রুগড় শহরের বকুলতলা বাইপাসে।

জানা গিয়েছে, ঐদিন স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাস্থলে থাকা যুবক জানায় যে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েছেন এবং দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা মেয়েটির মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় মেয়েটির পরিবারকেও। জানা যায় মেয়েটির নাম মেহেক শর্মা এবং ছেলেটির নাম আজিজ আহমেদ।

কিন্তু প্রাথমিক তদন্তের পরই সন্দেহ হয় পুলিশের। পুলিশ দেখে যে দুজনে দুর্ঘটনার কবলে পড়লেও আজিজের শরীরে কোনও আঘাত লাগেনি। কিন্তু মেহেকের শরীরে নৃশংসতার চিহ্ন স্পষ্ট। মেহেকের মাথার পিছনে কোনও ভারী বস্তু দিয়ে বারংবার আঘাত করা হয়েছে। মাথার পিছনের অংশ ফেটে চৌচির। পিছনে বারবার আঘাতের ফলে মাথা ফেটে সামনের চোখ পর্যন্ত চলে এসেছে। মেহেকের চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে। তারপরই আজিজ আহমেদকে জেরা শুরু করে পুলিশ। পরে মেহেকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আজিজকে গ্রেপ্তার করা হয়।

মেহেকের পরিবার ডিব্রুগড়ের খলিহামারী এলাকার বাসিন্দা। মেহেক মেধাবী ছাত্রী হিসেবে পরিচিতি এবং MBA-এর পড়াশুনা করছিলো। বছর খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজিজের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। কিছুদিনের মধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মেহেক। কিন্তু আজিজ বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে। তা জানার পরই আজিজের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন। অভিযোগ, আজিজের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন না মেহেক। আর তাই রাগে মেহেককে খুন করেছে আজিজ, অভিযোগ করেছেন মেহেকের মা মৌসুমী শর্মা।

এদিকে এই নৃশংস খুনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডিব্রুগড় শহরে। গুরুত্ব অনুধাবন করে ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল(SIT) গঠন করেছে ডিব্রুগড় পুলিশ।