Hindu Voice Team: খেলার ছলে বন্ধুদের সঙ্গে আম বাগানে ঢুকে পড়েছিল কয়েকজন হিন্দু কিশোর। বাগান থেকে কয়েকটি আমও নিয়েছিল তাঁরা। কিন্তু বাগান মালিক এক কিশোরকে ধরে ফেলেন। সেই বাগান মালিক ও তাঁর কর্মীদের বেধড়ক মারধর করার কারণে মৃত্যু হয় ওই কিশোরের, এমনই অভিযোগ। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার শিবদাসপুর থানার অন্তর্গত আটিসারা গ্রামের।
জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম সুদীপ্ত পন্ডিত(১৭)। গরমের কারণে স্কুল ছুটি থাকায় আটিসারা গ্রামে মামার বাড়িতে ঘুরতে এসেছিল সে।
গত ১৫ই মে বিকেলে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে একটি আম বাগানে গিয়েছিল সে। খেলার ছলে কয়েকটি আম তুলে নেয় ওই কিশোররা। কিন্তু নজরে আসতেই তাদের পিছু ধাওয়া করে বাগান মালিক শেখ ফারহাদ মন্ডল ও তাঁর কর্মীরা। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সুদীপ্তকে ধরে ফেলে তাঁরা। আম বাগানেই শুরু হয় বেধড়ক মারধর। ব্যাপক মারধর করার কারণে মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ্ত। তখন শেখ ফারহাদ মন্ডল ও তাঁর কর্মীরা বাগানেই সুদীপ্তকে ফেলে পালিয়ে যায়।
পরে সুদীপ্তর আত্মীয়রা তাকে আম বাগানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সুদীপ্তকে মৃত ঘোষণা করেন।
এদিকে সামান্য কয়েকটা আম পাড়ায় হিন্দু কিশোরকে পিটিয়ে খুন করার ঘটনার কথা ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। গতকাল শুক্রবার, ১৬ই মে, ক্ষুব্ধ হিন্দু জনতা চড়াও হয় শেখ ফারহাদ মন্ডলের আম বাগানে। বেশ কয়েকটি ঘরে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন তাঁরা। পরে পুলিশ গ্রেপ্তার করে শেখ ফারহাদ মন্ডলকে।
বর্তমানে ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
If you love our work, you can help us by contributing a small amount of your choice.
UPI: hinduvoice@upi