হিন্দু ধর্মের প্রতি ঘৃণার নমুনা দেখা গেলো মুর্শিদাবাদ জেলার সালারে। এক যুবক হিন্দু মন্দিরের ভিতরে ঢুকে প্রস্রাব করলেন।
ইতিমধ্যে মন্দিরের ভিতরে ঢুকে প্রস্রাব করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। একাধিক ভিডিওতে দাবি করা হয়েছে যে ওই যুবকের নাম আড়া শেখ। আরও দাবি করা হয়েছে যে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শালার ব্লকের অন্তর্গত কান্দার গ্রামে। তবে কত তারিখে ঘটনাটি ঘটেছে, তা বলা হয়নি ভাইরাল ভিডিওতে।
#WestBengal
— Hindu Voice (@HinduVoice_in) November 4, 2023
A Muslim youth named Ara Sheikh(S/O- Ratan Sheikh) entered a Hindu temple, urinate at Kandar village, Under Salar Block of #Murshidabad district. The video is already viral in Facebook. Several posts claim that the Muslim youth is arrested. pic.twitter.com/Nj9oUgar5A
ভিডিওতে দেখা গিয়েছে যে প্রক্ষ্য দিবালোকে এক যুবক গ্রামের শীতলা মন্দিরে ঢুকে পড়ে এবং মন্দিরের ভিতরে প্রস্রাব করে চলে যায়। যখন এই ঘটনা ঘটে, তখন অন্যরা বাধা দিলেও তাতে থামেনি ওই যুবক। এমনকি কেউ কেউ ঘটনার ভিডিও রেকর্ড করেন।
তবে সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা এমন জঘন্য ঘটনার নিন্দায় সরব হয়েছেন।