Hindu Voice Desk: এতদিন যা ছিল সরকারি জমি, রাতারাতি তা পরিণত হলো ওয়াকফ সম্পত্তিতে। আর এমন কান্ড ঘটলো বাঁকুড়া জেলায়। অভিযোগ, একশ্রেণীর সরকারি কর্মচারীর যোগসাজশে এমন কান্ড ঘটানো হয়েছে। আর এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন।
জানা গিয়েছে, বাঁকুড়া জেলার বাঁকুড়া- ১ নম্বর ব্লকের বাঁকুড়া মৌজার মাচানতলা এলাকার একটি জমি গত ৩০শে জানুয়ারি, ২০২৫ তারিখে ওয়াকফ সম্পত্তি হিসেবে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু ওই তারিখের আগে ওই জমি সরকারি জমি হিসেবে নথিভুক্ত ছিল। কিন্তু গত ৩০শে জানুয়ারি তারিখে ওই সরকারি জমি হঠাৎই ওয়াকফ সম্পত্তি হিসেবে রেজিস্ট্রি হয়। সম্পত্তি নথিভুক্ত হয় “আব্দুল রহিম আলি ওয়াকফ এস্টেট ই সি নং ১৭৪৯ এ পক্ষে মাতোয়ালীগন।” দখল করা সরকারি জমির পরিমান ০. ০৯ একর।
আর এমনভাবে সরকারি জমি দখল করে ওয়াকফ সম্পত্তিতে পরিণত করায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা শ্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, একশ্রেণীর সরকারি কর্মচারীর যোগসাজসে এমন কান্ড ঘটেছে। চাপের কাছে নতিস্বীকার করে এমন কাজ করেছেন ল্যান্ড রেজিস্টার। এছাড়াও শ্রী অধিকারী অভিযোগের আঙ্গুল তুলেছেন জেলা শাসক সিয়াদ এন – এর দিকে।
ইতিমধ্যে শ্রী অধিকারী দখল হওয়া সরকারি জমি উদ্ধারে কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। অবিলম্বে তদন্ত করে ওই সরকারি জমি উদ্ধার করার দাবি জানিয়েছেন তিনি। শ্রী অধিকারীর আরও অভিযোগ, ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার আগেই তাড়াহুড়ো করে ওই সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছে।