Hindu Voice Team: মুসলিম তরুণীকে ভালোবেসে বিয়ে করায় এক হিন্দু যুবকের পরিবারের উপরে নেমে এলো আক্রমণ। বাড়িঘর ও মোটরসাইকেল ভাংচুর করার পাশাপাশি ওই হিন্দু যুবকের পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হলো। ঘটনা পশ্চিমবঙ্গের কোচবিহারের জেলার হলদিবাড়ি থানা এলাকার।
জানা গিয়েছে, গত ১৪ই আগষ্ট তারিখে হলদিবাড়ি এলাকার বাসিন্দা মুকুল রায় সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সুইটি পারভিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে তাঁর দুজনে রেজিস্ট্রি ম্যারেজ করেন। কিন্তু এতে ব্যাপক ক্ষিপ্ত হন সুইটি পারভিনের পরিবারের লোকজনরা। তাঁরা মুকুল রায় ও সুইটি পারভিনকে নানারকম হুমকি দেন বলে অভিযোগ।
গত ১৬ই আগষ্ট রাতে প্রায় দেড়শো মতো সশস্ত্র লোক মুকুল রায়ের বাড়িতে হামলা চালায়। সুইটি পারভিনের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এই হামলা চালায়। বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বাড়িতে থাকা তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। ব্যাপক মারধর করা হয় মুকুল রায়ের পিতা ও মাতাকে। মুকুল রায়ের ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় মুকুল রায়ের পিতাকে ও ভাইকে হাসপাতালে ভর্তি করতে হয়। মুকুল রায় ও সুইটি পারভিন অন্যত্র সরে যাওয়ায় তাঁরা হামলা থেকে বেঁচে যান।
সুইটি পারভিন জানিয়েছেন যে সে প্রাপ্ত বয়স্কা এবং স্বেচ্ছায় সে মুকুল রায়কে বিয়ে করেছে। কিন্তু ভালোবেসে বিয়ে করায় এভাবে বাড়ির লোক ও প্রতিবেশীরা হামলা চালাবে, তা সে ভাবতে পারেননি। তাদেরকে পুলিশ নিরাপত্তা দিক, এমনটাই চাইছেন মুকুল রায় ও সুইটি পারভিন।
তবে মুকুল রায় ইতিমধ্যেই হলদিবাড়ি থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।