হামলা অব্যাহত, এবারে গোবরডাঙ্গায় বাসন্তী পূজার মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুর



Updated: 06 April, 2025 6:31 am IST
ছবি: গোবরডাঙ্গায় ভেঙে দেওয়া বাসন্তী মাতার প্রতিমা
ছবি: গোবরডাঙ্গায় ভেঙে দেওয়া বাসন্তী মাতার প্রতিমা

Hindu Voice Desk: বিগত বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দু মন্দিরে ও পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটে চলেছে। সেই সঙ্গে হিন্দুদের উপরেও মৌলবাদীদের হামলা চলছে। এসবের মাঝে একটি পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনা জেলায়। ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার হিন্দু বাসিন্দাদের মনে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় জড়িত কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরগুম কাছারি বাড়ি এলাকায় বাসন্তী মাতার পূজার আয়োজন করেছিলেন স্থানীয় হিন্দুরা। গতকাল অর্থাৎ ৫ ই এপ্রিল, শনিবার সকালে স্থানীয় কয়েকজন হিন্দু বাসিন্দা পূজা মণ্ডপে এসে দেখেন যে মণ্ডপের ভিতরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মণ্ডপে থাকা বাসন্তী মাতার প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি তাঁরা লক্ষ্য করেন যে প্রতিমার গায়ে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। 

মুহূর্তের মধ্যে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় হিন্দুরা পূজা মণ্ডপে ভিড় জমান। কয়েকশো ক্ষুব্ধ হিন্দু বাসিন্দা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পথ অবরোধ করতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে আশেপাশের থানা থেকে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় হিন্দুরা। পরে পুলিশের তরফে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

স্থানীয় কয়েকজন হিন্দু জানান যে অনেক রাত পর্যন্ত পূজা মণ্ডপে ছিলেন তাঁরা। তারপর সবাই যে যার বাড়ি চলে যায়। ভোর রাতের দিকে মণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা, অনুমান তাদের।