পশ্চিমবঙ্গে ওবিসি কোটার ৯০ শতাংশ মুসলিমদের দখলে, বঞ্চিত হিন্দুরা; ক্ষুব্ধ কেন্দ্রীয় কমিশন



Updated: 09 June, 2023 9:57 am IST

পশ্চিমবঙ্গ সরকারের ওবিসিদের সংরক্ষণ এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলো কেন্দ্রীয় ওবিসি কমিশন এনসিবিসি (The National Commission for Backward Classes)। কেন্দ্রীয় কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি কোটার ৯০ শতাংশ মুসলিমদের বিভিন্ন গোষ্ঠীকে দেওয়া হয়েছে। আর এসব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন NCBC-এর হংসরাজ গঙ্গারাম আহির।

গতকাল ৮ই জুন, বৃহস্পতিবার আহির জানান যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলিমদের বিভিন্ন গোষ্ঠীকে ওবিসি(OBC) কোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যের হিন্দুর সম্প্রদায়ের মানুষরা ওবিসি কোটার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আহিরের দেওয়া তথ্য অনুযায়ী, ওবিসি কোটার মধ্যে থাকা ১৭৯টি সম্প্রদায়ের মধ্যে ১১৮টি মুসলিম ধর্মের। এমনকি মুসলিমদের এমন বহু সম্প্রদায়কে ওবিসি কোটায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ওবিসি কোটার সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নন। ওই সমস্ত কাস্টকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন NCBC প্রধান আহির।

কিন্তু কিভাবে ওবিসি কোটার অনিয়মের কথা জানা গেলো? আহির জানান যে গত কয়েকমাস ধরে রাজ্যে ফিল্ড সার্ভে করা হয়েছিল। সেই সার্ভেতে এমন তথ্য উঠে এসেছে। আহিরের আরও অভিযোগ, ‘সার্ভে চলাকালীন অনেকেই অভিযোগ করেছেন যে বহু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সেসব তদন্ত করে দেখছি। সেই সঙ্গে যারা ওবিসি কোটায় সংরক্ষণ পাওয়ার যোগ্য নন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের পাস করা ওবিসি আইন নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছিল যে ওবিসি কোটায় মুসলিমদের বেশি করে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকেই হিন্দু সম্প্রদায়ের ওবিসি(OBC) কোটার মানুষদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিলেন। অনেকে আবার ভোট ব্যাংকের কথা মাথায় রেখে মমতা ব্যানার্জির সরকারের মুসলিম তোষণ নীতির সমালোচনা করেছিলেন। কিন্তু সেইসব পাত্তা দেয়নি মমতার সরকার। আর এবার সেইসব বেনিয়ম নিয়ে সরব হলো কেন্দ্রীয় সংস্থা NCBC।